সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সত্যি কারের জ্ঞানীকে কিভা’বে চিনবেন? গীতায় কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ?

হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ বলতে আমরা গীতাকেই জানি। এই গ্রন্থ পড়লে জীবনদর্শন সম্পর্কে যা জানা যায় তাতে একটা মানুষের ব্যাক্তিত্ব বদলে যেতে বাধ্য। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কিভাবে জীবন কাটলে মোক্ষলাভ করা যায়। হাজার হাজার বছর আগে গীতার উপদেশ আজও আমাদের জীবনের পাথেয়। ধর্ম, কর্ম ও প্রেমের পথ দেখায় গীতা।

শ্রীমদভগবত গীতার বাণী শুধু আমাদের জীবদ্দশায় নয়, মৃত্যুর পরেও সমান প্রযোজ্য।শ্রীকৃষ্ণের বাণী এত বছর পরেও আমাদের জীবনে সমান প্রযোজ্য। গীতায় ভগবান কৃষ্ণ আমাদের জানিয়েছেন একজন প্রকৃত জ্ঞানী মানুষ ঠিক কেমন হন, কী ভাবে একজন প্রকৃত জ্ঞানীকে চিনে নেবেন, তা জেনে নিন গীতার দেখানো পথে।

১. মানুষ জীবনে কিছু না পেলেই বলে থাকেন তার ভাগ্যে ছিল না তাই পায়নি। কিন্তু শ্রীমদভগবত্‍ গীতা অনুসারে ভগবান কখনও কারোর ভাগ্য লেখেন না। জীবনের প্রতি পদক্ষেপে আমাদের চিন্তাভাবনা, আমাদের ব্যবহার এবং আমাদের কাজ আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে। আর সে কথা একজন জ্ঞানী মানুষ অনুভব করতে পারেন।

আরো পড়ুন: কেষ্ট কন্যার Account-এ ফের লটারির টা’কা, বারবার একই জন? তা’জ্জ’ব CBI

২. অনেকেই প্রকৃত জ্ঞানী মানুষ বলতে কাকে বোঝায় তা না বুঝেই নিজেকে বিচক্ষণ ভাবেন। আসলে যে মানুষ বিচক্ষণ ও স্থিতিশীল বুদ্ধির অধিকারী, তিনি হলেন প্রকৃত জ্ঞানী। জ্ঞানী মানুষ নিজের সাফল্য লাভের পথে কখনোও ইগোকে বাধা হতে দেন না। দুঃখ শোক কখনও এঁদের উপর ছায়া ফেলতে পারে না। এঁরা সব সময় নিজেদের ব্যক্তিগত দুঃখ জয় করার ক্ষমতা রাখেন।

৩. জীবনে যতই কঠিন সময় আসুক, মনোবল কখনোই হারান না একজন প্রকৃত জ্ঞানী মানুষ। আর কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, ঈশ্বর অবশ্যই আপনার পাশে থাকবেন।

৪. এছাড়াও, এখনও যেখানে বাইরের রূপ নিয়েই সকলে মজে রয়েছেন সেটা যে কত ভ্রান্ত ধারনা সেটা গীতা পড়লেই বোঝা যায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধুমাত্র বাইরে থেকে সুন্দর হলে জীবনে সাফল্য পাওয়া যায় না। সাফল্য পেতে ভেতর থেকে সুন্দর হওয়া জরুরি।

৫. শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কারোর সময় কখনও এক থাকে না। যে ব্যক্তি অন্যকে কাঁদান, তাঁকেও একসময় কাঁদতেই হবে।