সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৪ ফুট লম্বা কিং কোবরা খা’লি হাতেই ধরলেন ব্যক্তি, কা’ন্ড দে’খে হতবাক সকলেই

সোশ্যাল মিডিয়ায় থাইল্যান্ডের এমন একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে। সূত্রের খবর, সে দেশের ক্রাবির দক্ষিণ থাই প্রদেশে একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে খেঁজুর গাছ এবং তার পাশে রয়েছে ঘন জনবসতি। সেই অঞ্চলেই বিশালাকার একটি কিং কোবরা দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে থাকার চেষ্টা করছিল সাপটি।

সাপটি প্রায় ৪.৫ মিটার বা ১৪ ফুট লম্বা এবং ১০ কেজিরও বেশি ওজন। নাং জেলা প্রশাসনিক সংস্থার ৪০ বছর বয়সী এক স্বেচ্ছাসেবক সুতী নাইওয়াহাদ খালি হাতে ওই বড় সাপটিকে ধরেন। তবে সে কাজ সহজ ছিল না। সাপটিকে ধরার জন্য ২০ মিনিটেরও বেশি সময় ধরে তাকে চেষ্টা চালাতে হয়েছে। প্রথমে টোপ দেখিয়ে সাপটিকে রাস্তায় নিয়ে আসেন নাইওয়াহাদ, আর তারপরই বীভৎস এই কিং কোবরাকে বাগে আনেন।

এই ঘটনার ভিডিওতে দেখা গেছে যে, ওই স্বেচ্ছাসেবক সাপটিকে ধরতে কোনও কসরত বাকি রাখছেন না। এমনকি সাপটা একবার তেড়ে তাঁর প্রায় মুখের সামনেই চলে আসে, কিন্তু কোনওক্রমে তাকে আবার নিয়ন্ত্রণে আনেন নাইওয়াহাদ।

এ প্রসঙ্গে নাইওয়াহাদের বক্তব্য, কিং কোবরাটিকে ধরার পর নিরাপদে প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়েছিল। সম্ভবত সাপটি তার সঙ্গীকে খুঁজছিল, কারণ সম্প্রতি স্থানীয়রা অন্য একটি কোবরাকে হত্যা করেছে। তিনি এও বলেছেন যে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নেওয়ার পর তবেই তিনি সাপ ধরতে এসেছেন।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বসবাসকারী একটি বিষাক্ত সাপের প্রজাতি হল কিং কোবরা। এটি বিশ্বের দীর্ঘতম বিষাক্ত সাপ, যার গড় দৈর্ঘ্য ১০ থেকে ১৩ ফুট। বৃহত্তম কিং কোবরা(১৮ ফুট এবং ৪ ইঞ্চি)গুলির মধ্যে একটি থাইল্যান্ডে ধরা পড়েছিল, যা এখনও পর্যন্ত দৈর্ঘ্যে সবথেকে বড় কিং কোবরা।