সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুভেন্দু নাকি ফের তৃণমূলে আসতে চাইছেন, বি’স্ফো’র’ক দা’বি কুনাল ঘোষের

শুভেন্দু অধিকারী যিনি এখন বিরোধী দলনেতা, সে আবার ফিরতে চাইছে তৃণমূল, এমনটাই দাবি করেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। স্বাভাবিকভাবেই এই মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তাহলে কি বিজেপিতে থাকবেন না শুভেন্দু অধিকারী? কিন্তু শুধু ফিরতে চাইলেইতো ফেরানো যাবে না, তৃণমূল শুভেন্দু অধিকারীকে গ্রহণ করবে কিনা সে নিয়ে স্পষ্ট জানিয়েছে কুনাল ঘোষ।

শুভেন্দু অধিকারী যিনি এখন বিরোধী দলনেতা, সে আবার ফিরতে চাইছে তৃণমূল, এমনটাই দাবি করেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। স্বাভাবিকভাবেই এই মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তাহলে কি বিজেপিতে থাকবেন না শুভেন্দু অধিকারী? কিন্তু শুধু ফিরতে চাইলেইতো ফেরানো যাবে না, তৃণমূল শুভেন্দু অধিকারীকে গ্রহণ করবে কিনা সে নিয়ে স্পষ্ট জানিয়েছে কুনাল ঘোষ।

এখন পুর ভোটের প্রচার নিয়ে ব্যস্ত সমস্ত তৃণমূল নেতা। আর সেই সূত্রেই কুনাল ঘোষ বিধান নগর পুর ভোটের প্রচারে যান, সেখানেই তিনি সাংবাদিকদের সামনে বলেন, শুভেন্দু এবার ফিরতে চাইছে তৃণমূল। এমনকি ওর সাথে যে কয়েকজন গিয়েছিল তারাও ফিরতে চাইছে তৃণমূলে। কিন্তু কাউকেই ফেরানো হবেনা দলে।

রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত এবার বিজেপি থেকে ফেরত আসছে তৃণমূলে। এই ঘটনা সামনে আসতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক হাত নিলেন তাকে। তিনি নাম না করে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সমস্তটা। রাজনীতি তাদের পেশা যাদের ব্যবসা।

আরো পড়ুন: পরিবারের মৃ’ত সদস্যদের সা’থে খাওয়া-দাওয়া, এমনকি নাচানাচি! এই জনজাতির অ’দ্ভু’ত উৎসব

মোটকথা বিরোধী দলের রাজনীতি করার জন্য যারা কাটমানি , তোলা ছাড়া কাজ করতে পারে না।তারাই এখন মধূ খেতে তোলামূলে ফিরে গেছে।আমরা ৩ থেকে ৭৭ হয়েছি, হয়তো ১৪৮ টি আসন পাই নি।তবে যারা বিজেপিতে এসে নিজেদের লাভের মুখ দেখতে পাচ্ছিল, কিন্তু তারাই এবার নিজের স্বার্থে ফিরে যাচ্ছে তোলামূলে।

আরো পড়ুন: সেলফি তোলার নতুন স্টাইল চ’লে এ’লো, নাম তার Fingermouthing

এই প্রসঙ্গ টেনে কুনাল ঘোষ জানায়, যে দলের কোনো সমর্থন নেই।যে দলের কোনো একতা নেই তারা অবসাদের কারণে এইসব বলছে। সব্যসাচী কে হিংসে করছে। শুভেন্দু স্বয়ং তৃণমূলে ফিরতে চাইছে।