সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সেলফি তোলার নতুন স্টাইল চ’লে এ’লো, নাম তার Fingermouthing

আমরা কমবেশি অনেকেই ফোনে সেলফি তুলে থাকি। সেলফি তোলার নতুন এক স্টাইলের নাম সম্প্রতি সামনে এসেছে। তার নাম ‘ফিঙ্গারমাউথিং’। যে অ্যাঙ্গেলে হাতের আঙুল থাকবে মুখের ভিতরে বা ঠোঁটের কাছে। এবং, শর্ত মেনে দেখা যাবে সামনে থেকে মুখের প্রোফাইল।

আমরা কমবেশি অনেকেই ফোনে সেলফি তুলে থাকি। সেলফি তোলার নতুন এক স্টাইলের নাম সম্প্রতি সামনে এসেছে। তার নাম ‘ফিঙ্গারমাউথিং’। যে অ্যাঙ্গেলে হাতের আঙুল থাকবে মুখের ভিতরে বা ঠোঁটের কাছে। এবং, শর্ত মেনে দেখা যাবে সামনে থেকে মুখের প্রোফাইল।

তবে, ফিঙ্গারমাউথিংয়ের অবশ্য একটা মজাদার পোশাকি নাম আছে। সেটাকে বলা হয় ‘টিরেক্সহ্যান্ডস’। মানে, টিরেক্স প্রজাতির ডাইনোসররা যেমন মুখের সামনে হাতদুটোকে তুলে রেখে হাঁটত, সেটাই। এই কায়দাটাকে জনপ্রিয় করেছেন কিম কার্দাশিয়ান এবং আরও অনেক বিদেশি সেলেব্রিটিরা।

আরো পড়ুন: বড় ছা’ড় দি’লো মোদি সরকার, আর নয় ১০০ টা’কা এখন মাত্র ১০ টা’কা

তার পর ধীরে ধীরে তা জনপ্রিয় হচ্ছে এদেশেও। স্রেফ হাতটাকে মুখের সামনে বা ঠোঁটের কাছে রাখুন।

যেমনটা দেখতে পাচ্ছেন ছবিগুলোয়। অবশ্য, শুধু এই মুদ্রাগুলোই নয়, আরও অনেক উপায়েই আপনি তুলতে পারেন আপনার ফিঙ্গারমাউথিং সেলফি।