Home অফবিট আপনি কি IPL-এ চিয়ার লিডার হ’তে চান? প্রশিক্ষণ কতদিনের? কি কি যো’গ্য’তা?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনি কি IPL-এ চিয়ার লিডার হ’তে চান? প্রশিক্ষণ কতদিনের? কি কি যো’গ্য’তা?

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল নিয়ে উত্তেজনায় ফুটছে গোটা দেশ। আর এই আইপিএল যাদের ছাড়া অসম্পূর্ণ তারা হলেন চিয়ার লিডার। প্রতি বছর আইপিএলে তাদের নাচ গান করতে দেখা যায়। এবারেও তাঁর ব্যতিক্রম নয়। হোম এবং অ্যাওয়ে ফরমেটে খেলা সর্বত্র তাদের দেখা পাওয়া যায়।

মাঝে করোনা এবং বিভিন্ন কারণে আইপিএলের চেয়ার লিডার দেখা যায়নি তবে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরতেই আবারো তাদের দেখা মিলেছে। আচ্ছা আপনি নিশ্চয়ই ভাবেন কিভাবে চিয়ার লিডার হওয়া সম্ভব? এর জন্য কি শিক্ষাগত যোগ্যতা বা প্রশিক্ষণ লাগে!

আলাদা করে কোন যোগ্যতা দরকার নেই কেবলমাত্র সুন্দর চেহারার অধিকারী হলেই চিয়ার লিডার হতে পারবেন। দর্শকের মনোরঞ্জন করা তাদের আসল কাজ। পড়াশোনা না জানলে যদি সাবলীলভাবে ইংরেজি জানেন তবেই হবে। ছেলেরাও হতে পারেন চেয়ার লিডার।

আরো খবর: বাড়ি বাড়ি এখন ভাইরাল জ্ব’র, এই জ্ব’রে কাদের বি’প’দ বেশি?

বিদেশে প্রচুর প্রতিষ্ঠান রয়েছে যারা অত্যন্ত কম পয়সায় প্রশিক্ষণ দেয় কোর্স করা যায়। পড়াশোনা করা এবং ব্যবহারিক শিক্ষাপ্রতিষ্ঠানে একটু খাতায়-কলমে জ্ঞান থাকলেই চিয়ার লিডার হওয়া যায়।

দিল্লি মুম্বাই শহর ব্যাঙ্গালোর এবং চেন্নাইয়ের কিছু প্রতিষ্ঠানের প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু জানা যায়। যদিও এদের বেশিরভাগ প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে আমেরিকায় প্রায় ২৫০ টি কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে বিশ্বমানের।

সেখান থেকে অনেকে প্রশিক্ষণ নিয়ে আসেন। আলবামা সেন্ট্রাল ফ্লোরিডা মিসিসিপি বিশ্ববিদ্যালয় নিউ কানাডা মেক্সিকো এমনকি অস্ট্রেলিয়াতেও এমন বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

চিয়ার লিডার হতে কোন প্রতিষ্ঠান সঙ্গে যুক্ত হতে হবে। আমেরিকায় বাস্কেটবল বেশবল জাতীয় ফুটবল লীগে চিয়ার লিডারদের বেশ খ্যাতি রয়েছে।