সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শরীর একদম পাতার ম’তো, নেই দাঁত-স্নায়ুতন্ত্র! এই প্রাণী দেখে হ’ত’বা’ক বিজ্ঞানীরা

সমুদ্র রয়েছে বহু অদ্ভুত প্রাণী। আপনি না জানলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। এমনকি সমুদ্রে যাদের কথা আমরা প্রায় জানিই না। এদেরই একজন ‘সি ড্রাগন’। এই প্রাণীর শারীরিক বৈশিষ্ট্য বিজ্ঞানীদেরও অবাক করে দেয়।

সি ড্রাগনের শরীরের কিছু অংশ পাতার মতো দেখতে। আবার মুখের আকার আকৃতি অদ্ভুত। এদের শরীরে দাঁত ও পাঁজরের অস্তিত্বই নেই। কেন এমন অদ্ভুত শারীরিক গঠন এই প্রাণীর, তা খুঁজতেই গবেষণা চালান একদল বিজ্ঞানী।

জিন তত্ত্বের কথা নতুন গবেষণায় উঠে এসেছে। সমুদ্র-ড্রাগনের জিনগত গঠনের কারণেই এমন ধারা। জানা গিয়েছে, DNA-এর গঠন একটু ভিন্ন প্রকৃতির।

আরো পড়ুন: দুই বন্ধুর মধ্যে ফোনে ক’থা, পুতিনকে কি প’রা’ম’র্শ দিলেন মোদি?

এমন কিছু জিন সি-ড্রাগনের শরীরে অনুপস্থিত যা অন্য জীবের দাঁত, স্নায়ুতন্ত্র এবং মুখাবয়ব গঠনে সাহায্য করে। ‘সিংনাথাইড’ পরিবারভুক্ত মেরুদণ্ডী এই প্রাণীটি।

সি ড্রাগন নামের এই প্রাণীটি আরও অনেক কারণেই আকর্ষণের কেন্দ্রবিন্দু। এটি বিরলের মধ্যে বিরল একটি মাছ বলে ধরা হয়।