সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সব তীর্থ বার বার গঙ্গা সাগর একবার, জানুন কখন ও কেন গঙ্গাসাগর যা’ত্রা ক’রা হয়

সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার! মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে স্নান এবং দান করার পূণ্য অনেক। সকলে বিশ্বাস করেন সমস্ত তীর্থে গিয়ে জব-তপ করে একজন ভক্ত যে পূণ্য অর্জন করে থাকেন গঙ্গাসাগরের তীর্থযাত্রী মাত্র একবারই সেই পূণ্য অর্জন করে ফেলেন। এই বিশ্বাস থেকে প্রতিবছর লক্ষ লক্ষ বিদেশি ভক্ত গঙ্গাসাগরে আসেন।

এই বছর গঙ্গাসাগরের মেলা শুরু হচ্ছে 8 জানুয়ারি থেকে। চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে স্নান করলে 100 অশ্বমেধ যজ্ঞ করার ফল পাওয়া যায় বলে বিশ্বাস করেন ভক্তরা। কথিত আছে মকরসংক্রান্তির দিনে মা গঙ্গা শিবের জটা থেকে মুক্তি পেয়ে পৃথিবীতে প্রবাহিত হয়েছিলেন এবং কপিল মুনির আশ্রমে পৌঁছেছিলেন।

এই দিনে মা গঙ্গা কপিল মুনির অভিশাপে মৃত্যুবরণ করা রাজা সাগরের 60000 পুত্রকে মোক্ষ প্রদান করেছিলেন। তারপর তিনি গিয়ে সাগরে মিলিত হন। রাজা ভগিরথ কঠোর তপস্যা করে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসেন। গঙ্গাসাগরে স্নান করার পর ভক্তরা ভগবান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে থাকেন।

গঙ্গা এবং সমুদ্রের সঙ্গমে ভক্তদের সাগরে স্নান করার নিয়ম আছে। ভক্তরা সমুদ্র দেবতাকে নারকেল এবং যজ্ঞোপবীত নিবেদন করে থাকেন। বিশ্বাস করা হয় মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে স্নান করলে সকল মনস্কামনা পূরণ হয় এবং মোক্ষলাভ হয়।