সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাঁদে য’তো পরিমাণ জল আ’ছে তার উৎস পৃথিবী! গবেষকদের চা’ঞ্চ’ল্য’ক’র রি’পো’র্ট

জলের সন্ধানে চাঁদে যাচ্ছেন এবার বিজ্ঞানীরা। ইতিমধ্যেই তাঁরা জানতে পেরেছেন, চাঁদে জলের খোঁজ পাওয়া গেছে। এবং যে পরিমাণ জল রয়েছে তার বেশিরভাগের উৎস পৃথিবী। অর্থাৎ চাঁদে জলের উৎস পৃথিবী।

চলতি দশকে একাধিক মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে NASA। Artemis I মিশনের জন্যই তাঁদের পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সর্বপ্রথম, Artemis-এর তরফে একটি মহাকাশযান পাঠানো হবে। যেখানে কোনও মহাকাশচারী থাকবে না। প্রথমে ফাঁকা মহাকাশযান পাঠানোর মূল উদ্দেশ্য যখন মহাকাশচারীদের নিয়ে ওই মহাকাশযানটি যাবে তখন যেন কোনও দুর্ঘটনা না ঘটে।

আরো পড়ুন: প্রেমে ম’জে এই কাজটি করা উ’চি’ত নয়, স্বামীর চিহ্ন মু’ছ’তে রাখি যা করে বসলেন! রইলো ভিডিও

NASA-র তরফে এই অভিযানের মূল লক্ষ্য চাঁদে জলের সন্ধান করা। চাঁদে সত্যিই জল রয়েছে কিনা তা খোঁজ করাই এই মহাকাশযানের মূল উদ্দেশ্য।

এছড়াও আরও কিছু বিষয় নিয়ে খোঁজখবর করবে ওই মহাকাশচারীরা। যাতে করে পরবর্তীতে এই ধরনের কোনও অভিযানে কোনও সমস্যা না হয়।