সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বোর্ডের পরীক্ষার রেজাল্ট বে’র হওয়ার মাঝেই বি’রা’ট খবর, প্র্যাকটিক্যাল নিয়ে নি’য়’ম বদল CBSE বোর্ডের

সম্প্রতি সম্পন্ন হয়েছে সিবিএসই বোর্ডের পরীক্ষা।2023 সালে সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল গত 15 ফেব্রুয়ারি থেকে। দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শেষ হয় 21 মার্চ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হয় 5 এপ্রিল।শীঘ্রই প্রকাশিত হবে পরীক্ষার রেজাল্ট।

এই বছর পরীক্ষা দিয়েছিল প্রায় 38 লাখ পরীক্ষার্থী। এই পরীক্ষার নিয়মে সামান্য বদল এনেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।

এতদিন পর্যন্ত সিবিএসই বোর্ডের নিয়ম ছিল প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষায় অনুত্তীর্ণ হলে প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরি পরীক্ষাও আবার দিতে হত ৷ এই নিয়মের পরিবর্তন করে নতুন নিয়ম আনা হয়েছে।

এতে বলা হয়েছে, কোনো পরীক্ষার্থী যদি ব্যবহারিক বা প্র্যাক্টিক্যাল পরীক্ষায় ফেল করে, তাহলে দ্বিতীয়বার তার শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষাই দিতে হবে,থিওরি পরীক্ষা আর দিতে হবে না৷

আরো খবর: “মোকা”-র জন্য ব্যা’প’ক বৃষ্টির সম্ভাবনা মৌসম ভবনের, কোথায় কোথায় স’ত’র্ক’তা জা’রি হলো?

এই নতুন নিয়মটি লাগু হবে 2023-2024 শিক্ষাবর্ষ থেকেই। এছাড়া কম্পার্টমেন্ট এবং ইমপ্রুভমেন্ট সংক্রান্ত পরীক্ষা সিবিএসই পরিচালনা করবে না৷ এর পরিবর্তে বোর্ড সাপ্লিমেন্টারি পরীক্ষা নেবে৷

এর পরের বার থেকে অর্থাৎ, 2024 সালের দশম ও দ্বাদশের বোর্ডের পরীক্ষাতে বড় প্রশ্নের পরিবর্তে এমসিকিউ ধরনের প্রশ্নর সংখ্যা বাড়ানো হবে বলে জানা যাচ্ছে। জাতীয় শিক্ষা নীতি অনুসরণ করেই এই নতুন উদ্যোগ।