সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মিষ্টি কথায় র’ক্তে’র দা’গ মো’ছা যা’বে না, চীন ও পাকিস্তানকে আন্তর্জাতিক ম’ঞ্চে বা’র্তা বিদেশমন্ত্রীর

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর আন্তর্জাতিক মঞ্চে ফের চিন ও পাকিস্তানকে একসঙ্গে কড়া বার্তা দিলেন । শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় তিনি বলেন, নৈতিকতামূলক কথায় রক্তের দাগ মোছা যাবে না। তার কথায়, রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত জঙ্গিনেতাদের যেসব রাষ্ট্র আশ্রয় দিচ্ছে, তারা তাদের নিজেদের নামের প্রতি সুবিচার করছে না। পাশাপাশি এই দেশগুলি নিজেদের স্বার্থও রক্ষা করছে না।

বিদেশমন্ত্রী এর পরই সীমান্ত পার সন্ত্রাসের প্রসঙ্গ তোলেন । এই ইস্যুতে নরেন্দ্র মোদী সরকার যে জিরো টলারেন্স’ নীতি নিয়েছে, তা আরও একবার আন্তর্জাতিক মঞ্চে মনে করিয়ে দেন এস জয়শংকর।

গত কয়েক বছরে একাধিকবার বহু পাক জঙ্গিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া আটকে দিয়েছে চিন। শনিবারের বক্তব্যে পরোক্ষে সেই প্রসঙ্গ তোলেন বিদেশমন্ত্রী জয়শংকর।

আরো পড়ুন: পুলিশ আ’ট’ক করতেই দেশের মাটিতে PFI-র “পাকিস্তান জিন্দাবাদ” স্লো’গা’ন

তিনি বলেন, সন্ত্রাসবাদ ঠেকাতে নিষেধাজ্ঞা জারি করে রাষ্ট্রসংঘ। কিন্তু কেউ কেউ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এই নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়টির রাজনীতিকরণ করছেন। ঘোষিত জঙ্গিদের উপর নিষেধাজ্ঞা জারি করতে দিচ্ছেন না। বিশ্বাস করুন, তাঁরা শুধু অন্যের ক্ষতি করছেন তাই নয়, নিজেদেরও স্বার্থ রক্ষা করছেন না।