সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বদল, কি বললো উচ্চশিক্ষা সংসদ?

আজ কিছুক্ষণ আগেই ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হলো, সকাল ১২ টার দিকে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পর্ষদের সভাপতি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মেধা তালিকা প্রকাশ করেছেন।

আর তারপরেই ১২.৩০ থেকে নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য। প্রত্যেক বারের মতো এবারও আগামী বছর কত তারিখ নাগাদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তার ঘোষণাও করা হয়েছে ।

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি ও সেই পরীক্ষাই শেষ হবে ২৯ ফেব্রুয়ারী। এর সাথে আরও একটি ঘোষণা করা হয়েছে যে প্রত্যেকবার যে সময় পরীক্ষা হয় , ২০২৪ সালের সেই পরীক্ষা হবে দুপুর ১২ টা থেকে ৩.১৫ পর্যন্ত।

আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হলেও ছাত্র-ছাত্রীদের রেজাল্ট ও সার্টিফিকেটের জন্য প্রায় এক সপ্তাহের মতো অপেক্ষা করতে হবে বলেও জানানো হয়েছে।