সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“মোকা”-র জন্য ব্যা’প’ক বৃষ্টির সম্ভাবনা মৌসম ভবনের, কোথায় কোথায় স’ত’র্ক’তা জা’রি হলো?

চলতি মে মাসেই এই বছরের প্রথম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ১০ মে’র আশপাশে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোচা বা মোকা তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে। কিন্তু ১০ই মে’র আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ১১ই মে থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে।

আগামী ১০ মে পর্যন্ত পশ্চিমবঙ্গতে ঘূর্ণাবর্ত বা সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব পড়বে না। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি বা ঝড়ের কোন পূর্বাভাস নেই।

ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ৮ থেকে ৯ মে-এর মধ্যে এটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে।

আরো খবর: আজ সোমবার, কি বলছে আপনার রাশিফল জানুন (08.05.2023)

এরপর ১০ থেকে ১২ মের মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে যা ১৪ মে থেকে ১৭ মে-র মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম থেকে মায়ানমারের রাখাইন কুলের মাঝামাঝি কোন স্থানে আছড়ে পড়বে। ঝড়ের গতিবেগ অনুমান করা হয়েছে প্রতি ঘণ্টায় প্রায় দেড়শো কিলোমিটার।

সোমবার ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে হওয়া বইতে পারে আন্দামানে। মঙ্গলবার ঝড়ের গতিবেগ থাকবে ৬০ থেকে ৭০ কিলোমিটার। বুধবার গতি আরও বাড়বে। ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা হবে ঝড়ের গতিবেগ।

আন্দামান সহ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার কিছু জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। ক্রমশ বৃষ্টিপাত জোড়ালো হবে। পূর্ব উপকূলের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।