সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী ৫ দিন টা’না ব্যাংক ব’ন্ধ, জেনে নিন তারিখ

চলতি মাসে বেশ কয়েকটি ছুটি থাকবে ব্যাংকের। শনিবার এবং রবিবার মিলে মোট ১৫ দিন ব্যাংকের ছুটি থাকবে। ১৯ তারিখ থেকে ২৩ তারিখ অব্দি টানা পাঁচ দিন থাকবে ব্যাংক বন্ধ। বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকদিন ব্যাংকে গিয়ে লাইন দেয়া প্রায় অসম্ভব। তাই ব্যাংকে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে থেকে লিস্ট দেখে নিয়ে তবেই ব্যাঙ্কে যাওয়া ভালো।

রিজার্ভ ব্যাংকের ক্যালেন্ডার অনুযায়ী, এই মাসে আটদিন ব্যাংক বন্ধ থাকবে। বাকি সাত দিন থাকবে সাপ্তাহিক ছুটি। যদিও এই আটদিন সমস্ত রাজ্যে একসাথে ছুটি থাকবে না। উৎসব এবং বিশেষ দিন অনুযায়ী আলাদা আলাদা আলাদা রাজ্যের ছুটি থাকবে।

১৯ আগস্ট ২০২১: আগরতলা, আমেদাবাদ, বেলাপুর,ভোপাল, হায়দ্রাবাদ,জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা,মুম্বাই,নাগপুর,নয়া দিল্লি, কলকাতা, রায়পুর, রাচি ,পাটনা এবং শ্রীনগরে থাকবে ব্যাংক বন্ধ। ঐদিন মহরম উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

২০ আগামী ২০২১: মহরম এবং প্রথম ওনামের জন্য ব্যাংক বন্ধ থাকবে বেঙ্গালুরু, চেন্নাই, কোচি এবং কেরালাতে।

২১ আগস্ট ২০২১: কিরণ এবং কোচি রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।

২২ তারিখ : রাখি পূর্ণিমা এবং রবিবার বলে ব্যাংক বন্ধ থাকবে।

২৩ তারিখ: শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষে কেরালা এবং কোচি রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।

রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে সমস্ত ব্যাংক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকবে। এছাড়া প্রত্যেক রবিবার ব্যাংক বন্ধ থাকবে। এই নিয়ম সরকারি এবং বেসরকারি সমস্ত ব্যাংকের জন্য প্রযোজ্য। চলুন আরো একবার জেনে নেওয়া যাক চলতি মাসে কোন কোন দিন ব্যাংক থাকবে বন্ধ।

পয়লা অগাস্ট ২০২১- রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ

৮ অগাস্ট ২০২১- রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ

১৩ অগাস্ট ২০২১- পেট্রিয়ট দিবস হওয়ায় ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ

১৪ অগাস্ট ২০২১- দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক

১৫ অগাস্ট ২০২১- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ

১৬ অগাস্ট ২০২১- পারসি নববর্ষ হওয়ায় মহারাষ্ট্রের বেলাপুর, মুম্বই ও নাগপুর জোনে ব্যাঙ্ক বন্ধ

১৯ অগাস্ট ২০২১- মহরম হওয়ায় আগরতলা, আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, হায়দরাবাদ, জয়পুর, জম্মু- কানপুর, কলকাতা, লখনউ, মুম্বইয়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক

২০ অগাস্ট ২০২১- মহরম ও প্রথম ওনাম হওয়ার কারণে বেঙ্গালুরু, চেন্নাই, কোচি ও কেরল জোনে ব্যাঙ্কের ছুটি

২১ অগাস্ট ২০২১- কোচি ও কেরল জোনে ব্যাঙ্কের ছুটি২২ অগাস্ট ২০২১- রাখিবন্ধন ও রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ

২৩ অগাস্ট ২০২১- শ্রী নারায়ণ গুরু জয়ন্তী হওয়ায় কোচি ও কেরল জোনে বন্ধ থাকবে ব্যাঙ্ক

২৮ অগাস্ট ২০২১- চতুর্থ শনিবার ব্যাঙ্কের ছুটি

২৯ অগাস্ট ২০২১ – রবিবার

৩০ অগাস্ট ২০২১- জন্মাষ্টমী হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে

৩১ অগাস্ট ২০২১- শ্রী কৃষ্ণ অষ্টমী হওয়া হায়দরাবাদে বন্ধ থাকবে ব্যাঙ্ক।