সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্ব শু’টিং’য়ে রুপো জি’তে নিলেন আসানসোলের ১৪ বছরের যুবা

2008 সালে অলিম্পিকে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। সেই বছরের জন্মেছিলেন তার এক অনুরাগী। আসানসোলের বাসিন্দা রূপেশ সাউ ছেলের নাম রেখেছিলেন অভিনব।

আজ সেই ছেলে অভিনব বিন্দ্রার মত বিশ্বমঞ্চে সকলের নজর কেড়েছে। জার্মানিতে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপে 10 মিটার এয়ার রাইফেল বিভাগে রুপোজয়ী করে 14 বছর বয়সে নজর কেড়েছে অভিনব।

স্থানীয় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে দশম শ্রেণীর পড়ুয়া সে। দেশের বিভিন্ন শুটিং প্রতিযোগিতায় নজর কেড়েছেন তিনি। আসানসোল রাইফেল ক্লাবের কৃতি ছাত্র ছিল সে।

আরো পড়ুন: নিজের ২১ তম জন্মদিনেই র’হ’স্য’ম’য় মৃ’ত্যু অভিনেত্রীর, স্বাভাবিক মৃ’ত্যু না অ’ন্য কিছু?

বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় এর আগে বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে দখল করেছে অভিনব। এবার আন্তর্জাতিক মঞ্চে সে সকলের নজর কাড়লো।

উল্লেখ্য এই বিশ্বকাপ মঞ্চে চ্যাম্পিয়ন হয়ে সোনাজয় করেছে ভারতের আরেক যুবক রুদ্রাংশ বালা সাহেব পাতিল। 10 মিটার এয়ার রাইফেল বিভাগের সবচেয়ে কম বয়সী অভিনব।

তাই স্বভাবতই আলাদাভাবে নজর কেড়েছে সে। ভবিষ্যতে বিশ্বমঞ্চে সে আরো অনেক কৃতিত্ব দেখাতে পারবে এমনটাই আশা রাখছেন দেশবাসী।