সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মারাত্মক ব্যা’পা’র! বেগুন গাছ দি’য়ে’ছে ডিম, বিশ্ব জু’ড়ে ভিডিও ভাইরাল

এমন এমন কিছু ঘটনা ঘটে যায় যা সত্যি আমাদের চোখে বিশ্বাস করতে পারে না। ঘোড়ার ডিম বলতে আমরা জানি কিছু নয়। অর্থাৎ একটি অবাস্তব ঘটনাকে বোঝানো হয় ঘোড়ার ডিম বলে। কিন্তু এবার সত্যি সত্যি গাছে ডিম হতে দেখা গেল। না না কোন মিথ্যা কথা বলছি না। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে, যেখানে সত্যি দেখা যাচ্ছে গাছে ঝুলছে ডিম

ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই তাজ্জব হয়ে গেছে নেট দুনিয়া দর্শকরা। ভিডিওতে দেখা যাচ্ছে,এটি ক্ষেতের মধ্যে ছোট ছোট বেগুন গাছ রয়েছে। তাতে সাদা রঙের ডিম্বাকৃতি আকারের কিছু ঝুলছে। ভিডিওর প্রতিবেদক হাতে একটি মাইক নিয়ে দর্শকদের উদ্দেশে কিছু বলছেন।

সাংবাদিক বলছেন, মানুষ যদি চাঁদে পৌঁছে যেতে পারে তাহলে বেগুন গাছে ডিম ধরা কোন অস্বাভাবিক ঘটনা নয়। তিনি আরো বলেন, এই অদ্ভুত টিন কেনার জন্য ব্যবসায়ীরা ৬ মাস অথবা ১ বছর আগে থেকে বুকিং করে রাখে। তবে যাচাই না করেই অনেকেই এই ঘটনাটিকে বিশ্বাস করে নেয়। অনেকেই মনে করেন সত্যি হয়তো বেগুন গাছে ডিম হয়ে রয়েছে।

9 of the Best White Eggplant Varieties | Gardener's Path

অনেকে আবার কৃষি বিজ্ঞানের উদ্দেশ্য প্রশংসায় পঞ্চমুখ হয়ে রয়েছেন। কিন্তু এমন কিছু তো বাস্তবে হতে পারে না। ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটি অন্য একটি প্রজাতির বেগুন। প্রজাতির নাম, এভিও রাউন্ড। যারা বাজার করেন তাদের মধ্যে অনেকেই এই বেগুন বাজারে দেখে থাকবেন। ছোট আকৃতির এই বেগুন গুলোকে সতি সতি ডিমের মতো দেখতে হয়। হয়তো ভিডিওটি মজার ছলে বানানো হয়েছে কিন্তু কোনরকম সত্যতা না বিচার করে অনেকেই এটিকে সত্যি বলে মনে করে নেন।