সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জুন মাসে সন্তানের নামকরণ করবেন? জে’নে নিন শুভ তারিখ গু’লো কি কি, ব’দ’লে ফেলুন ভা’গ্য

নামকরণ সন্তানের সবচেয়ে বড় পরিচয় বলে মনে করা হয়। এই কারণে নামকরণের অনুষ্ঠানটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। হিন্দু ধর্ম শাস্ত্রে একজন ব্যক্তির নামের ওপর নানা উল্লেখযোগ্য শক্তি রয়েছে। তিনি মহাজাগতিক শক্তি তে সারা দিতে পারেন চিত্র না, কিংবা তিনি কতটা বাস্তবাদী অথবা তিনি কতটা আধ্যাত্বিক সেই সব বিকাশে সহায়তা করে নাম।

শিশুর জন্মের পর শুদ্ধিকরণের সময় পর্যন্ত শিশু এবং তার মাকে প্রচন্ড যত্নে রাখা উচিত। তারপর দশম অথবা একাদশতম দিনে এই অনুষ্ঠানটি পালন করা উচিত। হিন্দু পঞ্জিকা অনুসারে চতুর্থী, নবমী ও চতুর্দশী হলো নামকরণের শ্রেষ্ঠতম দিন। সোম, বুধ, বৃহস্পতি ও শুক্রবার নামকরণের দিন হিসেবে বেছে নিলে তা শুভ হয়।

শুক্রবার ৪ঠা জুন নামকরণের শুভ সময় শুরু হবে সকাল পাঁচটা তেইশ থেকে চলবে ৫ই ই জুন সকাল পাঁচটা পর্যন্ত।
৬ই জুন শুভ মুহূর্ত সকাল পাঁচটা বাইশ থেকে ৭ই জুন দুপুর দুটো আঠাশ পর্যন্ত।
১০ই জুন শুভ সময় শুরু হবে বিকেল চারটে চব্বিশ থেকে ১১ ই জুন বিকেল পাঁচটা বাইশ পর্যন্ত।
১১ ই জুন লগ্ন দেখা গিয়েছে সকাল পাঁচটা বাইশ থেকে দুপুর দুটো ত্রিশ পর্যন্ত।
১৭ ই জুন শুভ সময় শুরু হচ্ছে রাত দশটা তেরো থেকে পরের দিন সকাল পাঁচটা বাইশ পর্যন্ত।
১৮ ই জুন শুভ সময় সকাল পাঁচটা তেইশ থেকে রাত আটটা একচল্লিশ পর্যন্ত।
২০ শে জুন সকাল পাঁচটা তেইশ থেকে ২১শে জুন সকাল পাঁচটা তেইশ পর্যন্ত থাকবে শুভ লগ্ন।
২১ জুন সকাল পাঁচটা তেইশ থেকে বিকেল চারটে ছেচল্লিশ পর্যন্ত থাকবে শুভ মুহূর্ত।
২৭শে জুন সকাল পাঁচটা পঁচিশ থেকে বিকাল তিনটে ছাপ্পান্ন পর্যন্ত থাকবে নামকরণের শুভ সময়।
ধর্ম ও শাস্ত্র অনুযায়ী শিশুর দুটি নামকরণ করতে হয়। একটি গোপন এবং দ্বিতীয়টি যা সবাই জানবে।