সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের সু’বা’দে পেনশন বৃ’দ্ধি পে’তে পারে ৩০০% পর্যন্ত! জানুন বি’স্তা’রে

পেনশন গণনার পদ্ধতির নিয়মে বদল, আর সেই কারণেই নতুন নিয়মের অপেক্ষায় সকলে। বিশেষ করে যদি ১৫০০০ টাকা কিংবা তার থেকে বেশী বেসিক বেতন হয়, তাহলে কিন্তু সেটা ১৫০০০ টাকার ওপরেই হিসাব করা হবে। এদিকে আবার যদি কোন ব্যক্তির বেতন ২০,০০০ টাকা হয় তাহলে তার পেনশন ১০০০ টাকা থেকে লাফিয়ে ৮৫৭১ টাকা হয়ে যাবে।

পেনশন গণনার পদ্ধতির নিয়মে বদল, আর সেই কারণেই নতুন নিয়মের অপেক্ষায় সকলে। বিশেষ করে যদি ১৫০০০ টাকা কিংবা তার থেকে বেশী বেসিক বেতন হয়, তাহলে কিন্তু সেটা ১৫০০০ টাকার ওপরেই হিসাব করা হবে। এদিকে আবার যদি কোন ব্যক্তির বেতন ২০,০০০ টাকা হয় তাহলে তার পেনশন ১০০০ টাকা থেকে লাফিয়ে ৮৫৭১ টাকা হয়ে যাবে।

নতুন নিয়ম কার্যকরী হলে, ঠিক যতখানি বেতন ততখানি পেনশন গণনা হবে। ৪০,০০০ টাকা বেতন হলে ৪০,০০০ হাজার টাকার ওপরেই পেনশন ধরা হবে।

এখন সুপ্রিম কোর্টের তরফ থেকে চূড়ান্ত নির্দেশের উপরে নির্ভর করছে সমস্ত কিছু, তাদের তরফ থেকে বেতন কাঠামো এই সীমাতে রাখা হয়, তাহলে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে সামনেই।

আরো পড়ুন: পরিবারতন্ত্র নয়! অধিকারী পরিবারের কেউই পুরভোটে ল’ড়া’ই করার টি’কি’ট পেলেন না

ইপিএস গণনার সূত্র মাসিক পেনশন=(পেনশনযোগ্য বেতন X EPS কন্ট্রিবিউশন) সঙ্গে তুলনা করে দেখা যেতে পারে ৷ এই ভাবে পেনশন প্রায় ৩০০ শতাংশ বাড়তে পারে, এই নিয়ে এখনও চূড়ান্ত কিছু না বলা হলেও, সবাই সেই নির্দেশের দিকেই চেয়ে রয়েছে।