সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের চীনের উপ’র Digital Strike, ২০০-র উপর চাইনিজ অ্যা’প ব্যা’ন করলো কেন্দ্র

কেন্দ্রের মোদি সরকার চিনের ওপর আরও এক ডিজিটাল স্ট্রাইক। দেশ জুড়ে ঋণ দানকারী একাধিক অ্যাপের অবৈধ কার্যকলাপ রুখতে কেন্দ্র ইতিমধ্যেই তৎপরতা নিয়েছে। ভারত সরকার সেই নিরিখে সদ্য চিনের ২৩০ টি অ্যাপ ‘ব্লক’করার ঘোষণা করেছে । যে অ্যাপগুলি ‘ব্লক’ করা হয়েছে, তাদের মধ্যে ১৩৮ টি বেটিং অ্যাপ ও ৯৪ টি ঋণদানকারী অ্যাপ রয়েছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ‘জরুরিকালীন’ ভিত্তিতে ‘এখনই’ এই অ্যাপ নিষিদ্ধ ঘোষিত হচ্ছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে বেশ কিছু তথ্য পেতেই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এই অ্যাপ নিষিদ্ধ করাল নির্দেশ জারি করে।

এই সমস্ত অ্যাপ থেকে ঋণ নিয়ে যাঁরা হয়রানির শিকার হয়েছেন, তাঁদের অভিযোগের ওপর ভিত্তি করে পদক্ষেপ করে প্রশাসন। অ্যাপের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হয় ব্যবস্থা।

আরো খবর: মাঘী পূর্ণিমায় ২ রাশির ভা’গ্যে আ’চ’ম’কা বড় বদল ঘ’ট’বে! কাদের স’ম’স্যা বাড়বে জেনে নিন

অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানায় এই অ্যাপ ঘিরে একাধিক আত্মহত্যার ঘটনার পর থেকেই সজাগ হয় প্রশাসন। সেখানে দেখা যায়, ঋণের অনাদায়ে বহু গ্রাহককে তাঁদের ছবি ‘কাটাছেড়া’ করে অশ্লীলভাবে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এই সমস্ত ঘটনার তদন্ত ৬ মাস আগে শুরু হয়। তারপরই চলে এই পদক্ষেপ।