সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফে’র মালদা জেলা ম’হি’লা তৃণমূল কংগ্রেসে’র সভা’নেত্রী’র দা’য়ি’ত্ব পেলেন চৈতালি ঘোষ

ফের মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পেলেন চৈতালি ঘোষ

মালদা , ১৯ এপ্রিল : ফের মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পেলেন চৈতালি ঘোষ সরকার । বর্তমানে চৈতালিদেবী ইংরেজবাজার পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে রয়েছেন। এবারের পুরো নির্বাচনে সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়লাভ করেন চৈতালি ঘোষ সরকার। তাঁর স্বামী বাবলা সরকার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল দলের কাউন্সিলর ।

দীর্ঘদিনের ভাইস চেয়ারম্যানের পদ সামলিয়েছেন তিনি । একসময় তিনি তৃণমূলের মালদা জেলা সভাপতি পদের দায়িত্ব সামলিয়েছেন। এরপরই বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারকে মালদা জেলার মহিলা সেলের তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর পদের দায়িত্ব দিয়েছে দলের রাজ্য নেতৃত্ব।

উল্লেখ্য , মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পদের এতদিন দায়িত্বে ছিলেন পুরাতন মালদার পঞ্চায়েত সমিতির সভাপতি মৃনালীনি মন্ডল মাইতি। তার আগে অবশ্য এই পদ সামলেছেন চৈতালি ঘোষ সরকার।সোমবার রাজ্য তৃণমূল নেতৃত্ব বিভিন্ন জেলার পাশাপাশি মালদা জেলার মহিলা সংগঠনের এই পদের নাম ঘোষণা করেন। সেখানেই চৈতালি সরকারকে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে চৈতালি দেবী চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে যুক্ত রয়েছেন।

সোমবার রাতে রাজ্য নেতৃত্বের এই নির্দেশ জানার পর চৈতালি সরকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে জেলায় মহিলা সেলের সাংগঠনিক বৃদ্ধিতে আরও জোর দেওয়া হবে । মহিলারা লক্ষী ভান্ডার থেকে শুরু করে অন্যান্য সরকারি প্রকল্পের যে ধরনের সুব্যবস্থা করে দিয়েছেন তাতে মহিলাদের সাংগঠন গড়ার ক্ষেত্রে বিপুল সাড়া মিলছে।