সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রা’ক্ত’ন সাংসদ সুস্মিতা দেব তৃণমূলে যোগ’দান কর’তেই অ’স’মে গণ ই’স্ত’ফা দি’লেন কংগ্রেস কর্মী’রা

প্রা'ক্ত'ন সাংসদ সুস্মিতা দেব তৃণমূলে যোগ'দান কর'তেই অ'স'মে গণ ই'স্ত'ফা দি'লেন কংগ্রেস কর্মী'রা

সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। তার দল বদলের ঠিক ২৪ ঘণ্টার মধ্যেইই অসমে গণ ইস্তফা দিলেন কংগ্রেস কর্মীরা। ২৭ জন কংগ্রেস কর্মী দল ত্যাগ করে তৃণমূল শিবিরে যোগদান করার কথা ঘোষণা করেছেন। দলের প্রতি তাদের অভিযোগ এই যে, অসমের দায়িত্বে যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, তারা অসম কংগ্রেসকে মোটেও গুরুত্ব দেন না। অতএব এই দলে থাকার কোনো মানেই হয়না।

প্রাক্তন কংগ্রেস কর্মীদের দাবি, ভোটের আগে কেন্দ্রীয় নেতৃত্বের মনোভাব তাদের কাছে বেশ স্পষ্ট হয়ে গিয়েছিল। বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলার পরও অসমের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থীদের নাম প্রকাশের ক্ষেত্রে গড়িমশি করেছিলেন। যা মোটেও ভালোভাবে নেননি কংগ্রেস কর্মীরা। তারা আরও অভিযোগ করছেন, বিজেপির হিমন্ত বিশ্বশর্মার কাছে আত্মসমর্পণ করে দিতে চেয়েছিলেন কংগ্রেসের শীর্ষ নেতারা।

অসমে কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ, তারা আসলে ভোটের আগেই কংগ্রেসকে দুর্বল করে দিতে চেয়েছিলেন। তাই বর্তমানে কংগ্রেসে থেকে কাজ করা কংগ্রেস কর্মীদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তারা আজ দলে দলে তৃণমূল শিবিরে যোগদান করছেন। শিলচর কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে থাকা রাজেশ দেব, রাহুল আলম লস্কর, সূর্যকান্ত সরকার, মোহনলাল দাস, পাপন দেব, সজল বনিক, মজুদ আহমেদ লস্কর, রাজদীপ দেব রায়, মনোজ কুমার দে, জ্যোতিরিন্দ্র দে, অভিষেক রায় চৌধুরীরা গতকাল দল ত্যাগ করেছেন।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা দেবের দলবদলের পরেই কার্যত রাজনীতি জুড়ে ব্যাপক শোরগোল শুরু হয়ে গিয়েছে। সন্তোষ মোহন দেব রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। ফলে তার মেয়ের দলবদলে কংগ্রেসদলের অভ্যন্তরে শোরগোল পড়ে গিয়েছে। সোমবার তৃণমূলে যোগদান করার জন্য কলকাতায় আসেন সুস্মিতা দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েনের উপস্থিতিতে তিনি তৃণমূল শিবিরে যোগদান করেন। পরে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন।