সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

eNoc: এবার বা’ড়ি বসেই হা’তে পা’বে’ন ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির NOC, জানুন কি করতে হবে

এবার গাড়ির লাইসেন্স অথবা ড্রাইভিং লাইসেন্স এন ও সি পাওয়ার জন্য আপনাকে ছোটাছুটি করতে হবে না। প্রয়োজন নেই কাউকে খাতির করার। এবার ঘরে বসে ড্রাইভিং লাইসেন্সের এনওসি পেয়ে যাবেন খুব সহজে। কলকাতা পুলিশের ই এন ওসি পরিষেবা আপনার জন্য নিয়ে এসেছে একটি বড়োসড়ো সুযোগ।

মঙ্গলবার থেকে নতুন পরিষেবা চালু করতে চলেছে কলকাতা ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন খুব সহজে। কলকাতা পুলিশের ওয়েবসাইটে গিয়ে আপনাকে ডাউনলোড এনওসি অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এরপর দিতে হবে গাড়ির নম্বর, ইমেইল আইডি, মোবাইল নম্বর, chassisনম্বর। মোবাইল নম্বরটি ওটিপি আসলে আপনি ইএনওসি পাবেন। এটি প্রিন্ট আউট করলেই পেয়ে যাবেন এই পরিষেবা।

এতদিন লালবাজারের ট্রাফিক কাউন্টার থেকে এনওসি দেওয়া হত। সেটা যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার ছিল। অনেকে দালাল মারফত করতে গিয়ে প্রতারণারও শিকার হতেন। সেই ঝক্কিই এবার দূর করল কলকাতা পুলিশ। ছবি : টুইটার (Twitter)

এতদিন লালবাজারের ট্রাফিক কাউন্টার থেকে এই এনওসি দেওয়া হতো। সেটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। অনেকেই প্রতারণার শিকার হতেন। এবার এই ঝক্কি না পোহানোর জন্য এই বিশেষ সুবিধা নিয়ে এল কলকাতা পুলিশ।