সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের সবচেয়ে স’স্তা’র ইলেক্ট্রিক গাড়ি আ’ন’লো টাটা, এক চার্জেই ছু’ট’বে ৩১৫ কিমি

এই পুজোর মরশুমে সকল বাঙ্গালী তাঁদের কাঙ্ক্ষিত জিনিসটি কিনতে চান। আর যদি পাওয়া যায় কম দামে মানেও ভালো জিনিস তাহলে তো কথাই নেই। ঠিক তেমনি এই পুজোর মরশুমে টাটা মোটরসের পক্ষ থেকে রয়েছে একটি দারুন উপহার। এই বছর দেশের প্রায় সব জায়গাতেই লঞ্চ করে গেছে টাটা মোটরসের ইলেকট্রনিক্স কার।

এই ইলেকট্রনিক্স কার টিয়াগো ইভি বুকিং ১০ অক্টোবর থেকে শুরু হবে।এই গাড়িতে কনফেক্টড টেকনোলজি ক্রুজ কন্ট্রোল নিয়ে এসেছে দুর্দান্ত ফিচার। সবচেয়ে সস্তা রেটে পাওয়া যাচ্ছে এই গাড়িটি। মোট মূল্য ৮.৪৯ লক্ষ টাকা থেকে শুরু ১১.৭৯ লক্ষ টাকা রেঞ্জ পর্যন্ত দাম রয়েছে। এই গাড়িতে এতরকম ফেসিলিটি রয়েছে যে যারা নানা রকম গাড়ি কিনতে পছন্দ করেন তাঁরা অবশ্যই এই গাড়ি কিনতে চাইবেনই। আসুন দেখে নেওয়া যাক কি কি বিশেষত্ব রয়েছে এই গাড়ির মধ্যে।

দুটি ব্যাটারি ব্যাক প্যাক সহ এই গাড়িটি ৩১৫ কিমি একবার চার্জেই চলবে বলে বলা হচ্ছে। টিয়াগো ইভি গাড়িতে ২৪ ও ১৯.২ কিলোওয়াট ব্যাটারির অপশন দেওয়া হয়েছে ৷ ১৯.২ কিলোওয়াটের ব্যাটারি ২৫০ কিমি রেঞ্জ পর্যন্ত ও ২৪ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ৩১৫ কিমি রেঞ্জ পর্য়ন্ত যাত্রা করতে পারবে ৷

আরো পড়ুন: আগামী ১০ বছরে ১০ হাজার কোটি ডলারের বি’নি’য়ো’গ করবেন আদানি, দিলেন প্র’তি’শ্রু’তি

গাড়িতে জেড কানেকটেড অ্যাপ ৪৫ কনস্টেড কার ৷ যার মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণের রিমোর্ট থাকবে ৷ রিমোর্ট ভেইকেল হেল্থ ডায়গোনেস্টিকস ৷ রিয়্যাল টাইম চার্জ সিস্টেম ৷ ডায়নামিক চার্জার লোকেটার, সব কিছুই থাকবে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই গাড়ি কমপক্ষে ৫.৭ সেকেন্ড ও ০ থেকে ৬০ ঘণ্টা পর্যন্ত প্রতি ঘণ্টায় চলাচল করবে ৷

এর মধ্যে ১৫ এ সকেট ৩.৩ কিলোওয়াট এসি চার্জার, ৭.২ কিলো ওয়াটের এসি হোম চার্জার ও ডিসি চার্জারের মাধ্যমে চার্জ করা যেতে পারে। ১৫ এ চার্জার দিয়ে ঘরে অফিসে বা অন্য কোথাও ও চার্জ দিতে পারা যাবে। এই গাড়িতে পাওয়া যাবে পাংচার রিপেয়ার কিট ৷ এতে অ্যান্ড্রোয়েড অটো ও অ্যাপেল কার প্লে কানেক্টিভিটির সঙ্গে ৮টি স্পিকার হরমন ইনফোটায়েমেন্চট স্পিকার সিস্টেমেরও ব্যাবস্থা রয়েছে। এই তিয়াগো ইভি গাড়িটি মূলত পাঁচটি রঙের পাওয়া যাচ্ছে।

টিল ব্লু, ডেটোনা গ্রে, প্রিস্টিন হোয়াইট, মিডনাইট প্লাম, ট্রপিক্যাল মিস্ট ৷ এর এক্সটিরিয়ারের কথা বললে বলতে হবে যে এই গাড়িতে প্রজেক্টর হেডল্যাপস, থেকে শুরু করে কন্ট্রাস রুফ, রেন সেন্সিং ওয়াইপার, অটোফোল্ডের সঙ্গে ইলেকট্রিক ওআরবিএম দেওয়া হয়েছে ৷ ভিতরের দিক থেকে লেদার সিটিএস, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, পুশ বটন স্টার্ট ও স্টপ বোতাম সব কিছুরই ব্যাবস্থা থাকছে। তাই যারা মাল্টি টাস্কিং কাজ করতে চান তাঁদের জন্য এই গাড়ি খুবই কার্যকরী একটি গাড়ি বলাই বাহুল্য।