সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী ১০ বছরে ১০ হাজার কোটি ডলারের বি’নি’য়ো’গ করবেন আদানি, দিলেন প্র’তি’শ্রু’তি

গৌতম আদানী, আদানী গোষ্ঠীর চেয়ারম্যান। তিনি এখন ভারতের সবথেকে ধনী ব্যাক্তিত্ব, কিছুদিন আগেই রিলায়েন্স কোম্পানির মুকেশ আম্বানীকেও ছাড়িয়ে গেছে। ফোর্বস লিস্টে বিশ্বের ধনীর লিস্টে তার নাম দ্বিতীয় স্থানে রয়েছে। তার প্রতিপত্তি নিয়ে অনেকেই হয়ত অজানা।

গত মঙ্গলবার তিনি নিজে জানিয়েছেন আগামী এক দশকে আদানি গোষ্ঠী অপ্রচলিত শক্তি খাতে ও অন্যান্য নতুন শক্তিখাতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন, তবে ধীরে ধীরে পরিকল্পনা আনা হবে আদানি গোষ্ঠী 45 Gigawatts of Hybrid Renewable Power Generation Capacity যেটার নতুন একটি পরিকাঠামো যোগ করবে, এখানেই শেষ নয় তার সাথে সোলার প্যানেলস, ওয়াইন্ড টারবাইনস, এই সবের জন্য ৩ গিগা ফ্যাক্টরি স্থাপন করার লক্ষ্য নিয়েছে।

তিনি আরও বলেন, আসলে পরবর্তী এক দশকের মধ্যে আমরা ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করব যার ৭০% হবে এনার্জি ট্রানজিশন স্পেসের। বন্দর, সিমেন্ট, গ্রীন পাওয়ার, ডাটা সেন্টার সমস্ত কিছু নিয়ে এখন কোম্পানির মার্কেট ক্যাপিটাল দাঁড়িয়েছে ২৬০ বিলিয়ন ডলার।

আরো পড়ুন: কেন্দ্রের জল জীবন মিশ”নে সে’রা বাংলা, মোদি সরকারকে ধন্যবাদ জানালেন মমতা

তাছাড়া ২০ গিগাওয়াট রিনিউবল এনার্জির ক্ষেত্রে আরও ৪৫ গিগাওয়াট এর দ্বারা হাইব্রিড রিনিউবল পাওয়ার জেনারেশন ক্ষমতা যোগ করা হবে। এই পরিকাঠামো একটু আধটু জায়গা জুড়ে নয় একেবারে ১০০০০০ হেক্টর জায়গা জুড়ে তৈরী করা হবে, যা কিনা সিঙ্গাপুর দেশের তুলনায় ১.৪ গুণ বেশী।