সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন্দ্রের জল জীবন মিশ”নে সে’রা বাংলা, মোদি সরকারকে ধন্যবাদ জানালেন মমতা

কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক নিয়ে নতুন করে বলার কিছুই নেই, একেবারে আদায় কাচকলায় সম্পর্ক দুই সরকারের মধ্যে। কিন্তু এবার কেন্দ্র রাজ্যকে তার কাজের ওপরে নির্ভর করে পুরষ্কৃত করতে চলেছে।

কেন্দ্রীয় সরকারের প্রকল্পের ভালো কাজের জন্য পশ্চিমবঙ্গকে স্বীকৃতি দিতে চলেছে কেন্দ্র। জল জীবন মিশন উপলক্ষ্যে এই পুরষ্কার। এই খবর এবার টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ও জল সম্পদ মন্ত্রককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

দারুণ ভাবে ঊচ্ছ্বসিত হয়েই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী লিখেছেন, আমি এই কথা ঘোষণা করতে পেরে দারুণ আনন্দিত, যে জল জীবন মিশনের অধীনে পরিমাণ প্যারামিটারের অভাবনীয় কৃতিত্বের জন্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে।

আরো পড়ুন: অ’ন্য রকম খবর, পুজোর উপহার হি’সে’বে মিড-ডে মিলে স্টুডেন্টদের ১৫ কে’জি ইলিশ খাওয়ালেন ৭ শিক্ষক

সেই কারণে আমি জল সম্পদ মন্ত্রককে ধন্যবাদ জানাই। শেষে তিনি এটাও লেখেন যে, এই পুরষ্কারের দ্বারা এটাই প্রমাণ হয় যে, জনগণের সেবায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনস্বার্থে আমাদের দৃষ্টিভঙ্গীকে তুলে ধরে নিষ্ঠার সাথে দেশের সেবা করব, আর বাংলাই যে পথ দেখাবে সেটা স্পষ্ট।