সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দলের নাম পা’ল্টা’নো’র প’থে তৃণমূল কংগ্রেস, কি হবে নতুন না’ম?

আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনটাই আসল লক্ষ্য। আর সেটাকে পাখীর চোখ করেই আগামী গুরুত্বপূর্ণ সব পদক্ষেপ গ্রহণ করছে তৃণমূল কংগ্রেস। আর সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, লোকসভা ভোটকে মাথায় রেখেই দলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত করছে তৃণমূল স্বয়ং। দলীয় সূত্রের খবর, আসলে দলের নামটা যাতে আরও সংক্ষিপ্ত করা যায় সেই কথা চিন্তা করছে তারা।

এমনকি দলের নাম থেকে সরিয়ে ফেলতে চাইছে কংগ্রেস শব্দটিও। তবে হ্যাঁ দলের নামের সাথে দলের প্রতীক চিহ্নের বদল ঘটছে না । কিন্তু এই সিদ্ধান্ত যে অনেকটাই বড় ধরনের সিদ্ধান্ত তা মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের প্রধান লক্ষ্য এখন একটাই মোদী হাঁটাও দেশ বাঁচাও, আর সেই কথা মাথায় রেখেই দলের নাম বদলের সিদ্ধান্ত।

তৃণমূল যে উঠেপড়ে লেগেছে আগামী ২০২৪ সালের লোকসভাতে নিজের ছাপ ছাড়ার জন্য সেটা কিন্তু স্পষ্ট। কিন্তু হঠাৎ করে নাম পাল্টানোর সিদ্ধান্ত যে কার তার নিয়ে এখনও কোনো খবর পাওয়া যায় নি।