সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: চিতা একটি মাথা তিনটি?

এই পৃথিবীতে অনেক অদ্ভুত অদ্ভুত জীবের সন্ধান মেলে। একাধিক মাথা বিশিষ্ট সাপ কিংবা অন্যান্য প্রাণীও চোখে পড়েছে। এবার চোখে পড়ল তিন মাথা বিশিষ্ট একটি চিতাবাঘ। এই চিতাবাঘের ছবিটি দেখে নেটমহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। চিতাবাঘের তিন দিকে রয়েছে তিনটি মাথা। এই ছবিটি সত্যি নাকি মিথ্যা? সেই নিয়ে প্রশ্ন উঠছে সকলের মনে।

বিশিষ্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়েছে এই ছবিটি। যা নেট দুনিয়ায় কার্যত শোরগোল ফেলে দিয়েছে। চিতাবাঘ ঘন্টায় 100 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। চিতাবাঘ হলো গতির প্রতীক। উইম্বলডন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার পল গোল্ডস্টেইন এই ছবিটি তুলতে সমর্থ হয়েছেন। কেনিয়ার মাসাইমারা জাতীয় উদ্যানে ছবি তোলা হয়েছে।

এই ছবিটিতে আসলে তিনটি চিতাবাঘ রয়েছে। কিন্তু তারা এমনভাবে বসে রয়েছে যে তাদেরকে দেখে মনে হচ্ছে একটি চিতার তিনটি মাথা। এমন একটি নিখুঁত মুহূর্তে ওই ফটোগ্রাফার ছবি তুলতে সমর্থ হয়েছেন। ছবিটি তুলতে তার সাত ঘণ্টা সময় লেগেছে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে তিনি এই তিনটি চিতাবাঘের ছবি তুলতে সমর্থ হয়েছেন।