সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’য় আ’ক্রা’ন্ত হয়ে মৃ’ত্যু ৩ বি’র’ল প্রজাতির তুষার চিতাবাঘের

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে জানানো হয়েছিল কোভিড -৯ কেবলমাত্র মানব দেহেই বাসা বাধতে পারে অন্য কোনো প্রাণী দেহে নয়। কিন্তু এবার সেই কথাটাকে একেবারেই পালটে দিল এই ঘটনা। শোনা যাচ্ছে আমেরিকার এক চিড়িয়াখানায় তুষার চিতাবাঘের মৃত্যু হয়েছে করোনার থাবায়। কথাটা শুনে অবাক হওয়ার মতোই।

আমেরিকার নেব্রাস্কার নামে একটি চিড়িয়াখানায় ৩ টি বিরল তুষার বাঘ করনার কবল এপরে প্রাণ হারিয়েছে। তবে এখানেই শেষ নয়, এর সাথেই দুটি সুমাত্রার বাঘও করোনায় আক্রান্ত হয়েছিল, তবে তারা এখন সেরে উঠেছে। গত শুক্রবার এই খবর প্রকার করেছে লিঙ্কন চিল্ড্রেন্স জু এর কর্তৃপক্ষ। মৃত ৩ টি বাঘের নাম ছিল এভারেস্ট, ম্যাকেলি ও র্যা নি।

এই তিনটি বাঘি ছিল চিড়িয়াখানার মূল আকর্ষণ। তাদের এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
তাহলে এই নিয়ে বিজ্ঞানীদের চিন্তাভাবনা যে এখন অনেকটাই বৃদ্ধি পেল, তা নতুন করে বলার দরকার নেই। আসলে করোনা সময়ের সাথে সাথে নিজেদের বদলে ফেলছে, আর যার ফলেই নতুন নতুন রুপে কখনও মানুষকে বা কখনও অন্যান্য প্রাণীদের ক্ষতি করছে।