সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৮,০০০ কোটি টা’কা’র ঋণ নিচ্ছে TATA গ্রুপ, কোন ব্যাংক দি’চ্ছে লো’নের সুবি’ধা?

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আরো একবার নতুন করে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। জানা যাচ্ছে ঋণ দামী হওয়ায় গতবারের চেয়ে বেশী সুদের হারে ঋণ নিতে চলেছে এয়ার ইন্ডিয়া। এবার স্টেট ব্যাংক ও ব্যাঙ্ক অফ বারোদা থেকে ১৮,০০০ কোটি টাকার ঋণ নিতে চলেছে এয়ার ইন্ডিয়া।

গত বছরের সুদের হারের কথা যদি বলা যায় তাহলে এবছরের তুলনায় অনেকটাই কম ছিল।টাটা সন্স SBI থেকে 10,000 কোটি টাকা এবং BoB থেকে 4.25% সুদের হারে 5,000 কোটি টাকা ঋণ নিয়েছিল। তবে আরবিআই ২২৫ বেসিস পয়েন্টে সুদ বৃদ্ধি করেছে।

আর সেই কারণেই এবার টাটাদের সুদের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৬.৫০%।কিছুদিন আগেই খবরে এসেছিল টাটা গ্রুপ তাদের নিজস্ব এয়ার ইন্ডিয়া , ভিস্তারা সহ সমস্ত এয়ারলাইনগুলোকে একই ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করছে।

আরো খবর: জাতীয় সংগীতের সময় যদি দাঁ’ড়া’ন তবেই হিজাব পরবো, ইরানের মাটিতে দাঁ’ড়ি’য়ে দা’বি শাটলারের

সিঙ্গাপুর এয়ারলাইনদের সাথেও টাটাদের যৌথ উদ্যোগ রয়েছে। ইতিমধ্যে আলোচনা চলছে আলোচনার পর সিঙ্গাপুর ক্যারিয়ারটিতে 25% অংশীদারিত্ব থাকবে টাটাদের হাতে।

এয়ার ইন্ডিয়া একটা সময় 93,473 কোটি টাকার ঋণের বোঝার নিচে ছিল। কিন্তু টাটা গ্রুপের হাতে আসার পরে এয়ার ইন্ডিয়ার ভোল বদলের চেষ্টা চলছে। সেই কারণেই চলছে একাধিক পরিকল্পনা।