সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আফগান ক্রিকেট বোর্ডের স’দ’র দপ্তরে প্র’বে’শ করলো তালিবানরা, রশিদ খানের ক্রি’কে’ট ভবিষ্যত অন্ধকারে

প্রায় শতাধিক ঘন্টা কেটে গেছে আফগানিস্তান প্রায় দখল করে ফেলেছে তালিবান জঙ্গিরা। বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে সম্পূর্ণ আফগানিস্তানকে আবদ্ধ করে ফেলেছে তালিবান জঙ্গিরা। বিশেষত মহিলাদের জন্য বিভিন্ন বিধি-নিষেধ কায়েম করেছেন তারা। নিয়ম অমান্য করলেই শাস্তি মৃত্যুদণ্ড। তাই আফগানিস্তান থেকে বহু মানুষ প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এদিক ওদিক। যেনো একটি শ্মশানের নিস্তব্ধতা গ্রাস করেছে আফগানিস্তানকে।

এবার আফগানিস্তানের ক্রিকেট বোর্ডে পা পড়লো তালিবান জঙ্গিদের। বৃহস্পতিবার আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল্লাহ মাঝারিকে সঙ্গে নিয়ে কাবুলে আফগান ক্রিকেট বোর্ডের সদরদপ্তরে পৌঁছে যায় তালিবান জঙ্গিরা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও কিছুদিন ধরেই তালিবানদের সমর্থনে কথা বলে গেছেন। তিনি সকলকে আশ্বস্ত করেছেন এই বলে যে, তালিবানরা ভীষণভাবে ক্রিকেট পছন্দ করে। তাই রাজনৈতিক বিশৃঙ্খলা হলেও ক্রিকেট খেলা চালিয়ে যেতে অসুবিধা হবে না। তিনি একথাও বলেছিলেন, ক্রিকেটার এবং তার পরিবারের সকলে নিরাপদে রয়েছে আফগানিস্তানে।

এমন একটি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দেখা গেল অন্য একটি ছবি। আফগান বোর্ডের সম্পূর্ণ ভিন্ন চিত্র আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কনফারেন্স রুমে দেখা গেল আগ্নেয়াস্ত্র হাতে তালিবানদের ছবি। এই ছবি দেখে বোঝা মুশকিল, এটি ক্রিকেট রুমের একটি কনফারেন্স রুম নাকি তালিবানদের কোন ঘাঁটি।

আফগান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খানের অংশগ্রহণ করা নিয়ে নিশ্চয়তা দিয়েছিলেন। আফগানিস্তান ক্রিকেট দল অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে অনুষ্ঠিত হতে চলা ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আদৌ তারা কতখানি অংশগ্রহণ করতে পারবে তা ভবিষ্যৎ বলতে পারবে।