সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বেগুন চা’ষ করার জন্য Infosys থেকে মোটা টা’কা’র চাকরি ছাড়লেন যুবক, এখন কত কামাচ্ছেন?

নিজের মোটা মাইনের চাকরির ছেড়ে কৃষিকাজের পথ বেছে নিলেন এক যুবক। জানা গিয়েছে ওই যুবকের নাম ভেঙ্কটসামি ভিগনেশ। তিনি চেন্নাই – এর বাসিন্দা। দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি কোম্পানি ইনফোসিসে চাকরি করতেন তিনি।

চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই কাজে তার মন লাগত না। এই একঘেয়ে জীবনে তিনি হাপিয়ে উঠছিলেন। কৃষক পরিবারের সন্তান হওয়ার দরুন অবশেষে এই কৃষিকাজ কেই বেছে নেন তিনি। ইস্তফা দেন ইনফোসিসের কাজ থেকে।

এরপর জাপানে পারি দেন তিনি। সেখানের নিহন এডুটেক নামে একটি ফার্মিং কোম্পানিতে 6 মাস প্রশিক্ষণ নেন তিনি।এরপর পর সেখানে কৃষিকর্মী হিসাবে কাজ করতে শুরু করেন ভেঙ্কটসামি।

আরো খবর: জগন্নাথ মন্দির এবার লণ্ডনেও তৈরি হবে, ২৫০ কো’টি দা’ন করলেন ভারতীয় শিল্পপতি

ভেঙ্কটসামি জানিয়েছেন,” ইনফোসিসে প্রতি মাসে 40,000 টাকা পেতাম,কিন্তু জাপানে কৃষিকাজ করে পাচ্ছি 80,000 টাকা। সঙ্গে রয়েছে কোম্পানিরই ফ্রি কোয়ার্টারে থাকার ব্যাবস্থা।”

একটি বেগুনের বাগানে কর্মী হিসেবে নিযুক্ত রয়েছেন তিনি। ফসল কাটা, ফসল বাছাই থেকে শুরু করে বাগানটির সব কাজ তাকেই করতে হয়। তবে উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যাবহার হয় জাপানে। ফলে কায়িক পরিশ্রম অনেকটাই কম হয়।