সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জগন্নাথ মন্দির এবার লণ্ডনেও তৈরি হবে, ২৫০ কো’টি দা’ন করলেন ভারতীয় শিল্পপতি

পুরীর মতো লন্ডনের টেমস নদীর পাড়েও সাড়ম্বরে পালিত হতে যাচ্ছে রথযাত্রা উৎসব। তবে তা সময় সাপেক্ষ। কিছুটা সময় লাগবে আরও। আজ থেকে তিন বছর আগে অক্ষয় তৃতীয়ার দিন ব্রিটেনে শ্রী জগন্নাথ সোসাইটি গড়ে তোলা হয়েছিল।

বর্তমানে লন্ডনের জগন্নাথ ভক্তরা এই সোসাইটির সদস্য। এবারের অক্ষয় তৃতীয়ার দিন ব্রিটেনের শ্রী জগন্নাথ সোসাইটির পক্ষ থেকে প্রথমবার জগন্নাথ কনভেনশনের আয়োজন করা হয়।

হাজারো ভক্তের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন ফিননেস্ট গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান তথা ওডিশার শিল্পপতির বিশ্বনাথ পটনায়েক। সেখানেই তিনি জানান ব্রিটেনে মন্দির তৈরি করতে তিনি ২৫০ কোটি টাকা উৎসর্গ করবেন।

আরো খবর: মিঠুনের চার সন্তান, কেউ কোনোদিনই তাকে “বাবা” বলে ডাকেননি! গ’লা’য় আক্ষেপের সু’র

এই ঘোষণায় খুশির হাওয়া বয়ে যায় অনুষ্ঠান স্থলে। সূত্রে খবর,২০২৪ সালের মধ্যেই প্রথম পর্যায়ের নির্মাণকাজ সম্পন্ন করার কথা রয়েছে।

ইতিমধ্যেই জগন্নাথ মন্দির নির্মাণের জন্য লন্ডনেই ১৫ একর জমি চিহ্নিত করা হয়েছে। এই জমির দাম প্রায় ৭০ কোটি টাকা । এই মন্দিরটি একটি দর্শনীয় স্থানে রূপান্তরিত হবে বলেই আশাবাদী শিল্পপতি।