সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মিঠুনের চার সন্তান, কেউ কোনোদিনই তাকে “বাবা” বলে ডাকেননি! গ’লা’য় আক্ষেপের সু’র

প্রতিটা মা বাবারই স্বপ্ন থাকে তাঁদের সন্তান জন্মানোর পর কথা বলতে শিখে মা বাবা প্রথমে বলবেন। সাধারণত হয়েও থাকে তাই। কিন্তু আমাদের সুপারষ্টার মিঠুন চক্রবর্তীর চার চারটে ছেলে মেয়ে থাকার সত্বেও তাঁকে কেউ বাবা বলে ডাকেন না । বড়ো ছেলে মহাক্ষয় চক্রবর্তী, মেজ ছেলে উশ্মে চক্রবর্তী আর সবথেকে ছোট ছেলে নমশি চক্রবর্তী।

আর এক মেয়েও রয়েছে মিঠুনের, দিশানী চক্রবর্তী। তবে সুপার ডান্সার ৩ তে একবার বিষয়টা নিজের মুখেই জানিয়েছিলেন মিঠুন যে, চার ছেলেমেয়ে থাকা সত্ত্বেও কারোর মুখ থেকেই বাবা ডাক শোনেননি তিনি।

এমন কেন? ব্যাপারটা বুঝিয়ে বলতে গিয়ে মিঠুন জানিয়েছিলেন, তাঁর বড় ছেলে মিমোর ছোটবেলায় কথা ফুটতে একটু সময় লেগেছিল। ৪ বছর বয়সে প্রথম কথা বলে মিমো। কিন্তু তখনো মিঠুনকে বাবা বলে ডাকেনি মহাক্ষয়।

মিমো নাকি প্রথম থেকেই মিঠুন’ বলেই বাবাকে ডাকতে শুরু করেছিলেন ছোট্ট মিমো। এই নিয়ে খুব চিন্তায় পড়ে মিঠুন। শেষ অব্দি চিন্তিত হয়ে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন মিঠুন। তবে চিকিৎসক অভিনেতাকে আশ্বস্তই করেছিলেন। বলেছিলেন, মিঠুন ছেলেকে কথা বলতে অনুপ্রাণিত করছেন।

আরো খবর: Boleno ও Grand Vitara-র মিশ্রণ, নয়া মডেলের গাড়ি নিয়ে এলো মারুতি!

শুধু মিমো নয়, তাঁর ভাই বোনরাও ছোটবেলায় মিঠুনকে তাঁর নাম ধরেই ডাকতেন।তাই বাবা ডাকটা কোনোদিনই শোনা হয়নি তার। অভিনয় জগতেও মিঠুনের মত সাফল্য কেউ পায়নি। একটি বাংলা ছবির হাত ধরে অভিনয়ে পা রেখেছিলেন মহাক্ষয়।

কিন্তু বিন্দুমাত্র সাফল্য না পাওয়ায় অভিনয় ছেড়ে দেন তিনি। উশ্মেকে এখনো বলিউডে দেখা যায়নি। আর ছোট ছেলে নমশি খুব শীঘ্রই পা রাখতে চলেছেন অভিনয়ে। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ব্যাড বয়’ ছবিতে দেখা যাবে তাঁকে বলে জানা যাচ্ছে।