সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Boleno ও Grand Vitara-র মিশ্রণ, নয়া মডেলের গাড়ি নিয়ে এলো মারুতি!

মধ্যবিত্ত মানুষের ইচ্ছে থাকে একটা বাড়ি আর একটা গাড়ির। কিন্তু সেই শখ পূরণ করা মোটেও সহজ কাজ নয়। এবার বাজারে এসেছে এমন এক গাড়ি যা দামেও কম মানেও ভালো। Baleno এবং grand vitara এই দুটি গাড়ির সংমিশ্রণে বাজারে এসেছে Fronks। বেশ ছিমছাম গাড়ি।

সোমবার আনুষ্ঠানিকভাবে এই নতুন মারুতি সুজুকি বাজারে এসেছে যার দাম শুরু হচ্ছে ৭.৪৬ লাখ টাকা থেকে। গত জানুয়ারিতে অটো এক্সপোতে অংশগ্রহণ করেছিল এই গাড়ি। তারপর কেটে গিয়েছে অনেক দিন। ভারতের বাজারে মেডসাইজ এসইউভির চাহিদা বৃদ্ধি পাচ্ছে গত কয়েক বছর ধরেই।

সেই কথা মাথায় রেখেই এই গাড়ির ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে মারুতি। এই গাড়িতে দুটি ইঞ্জিন অপশন পাবেন ১.২ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল মোটর রয়েছে। আর সেই সঙ্গে থাকবে এক লিটারের টার্বো বুস্টার জেড। বেশ সুন্দর এই গাড়িটির কেবিন নতুনভাবে তৈরি করা হয়েছে।

আরো খবর: ঘা’ট’তি মে’টা’তে শহরের স্কুল থেকে শিক্ষক-শিক্ষিকাদের গ্রামে বদলি ক’রা হবে

Infotainment screen, উন্নত সাউন্ড সিস্টেম সুজুকি কানেক্ট, অ্যান্ড্রয়েড অটো এবং আপল কার প্লে সাপোর্ট রয়েছে। এছাড়া ফোন চার্জিং ইঞ্জিন স্টার্টআপ সহ আরো নানান সুবিধা পাওয়া যাবে। নিরাপত্তার দিকে বেশি দৃষ্টি আরোপ করেছে এই গাড়িটি।

৩৬০ ডিগ্রি ক্যামেরা ইলেকট্রনিক cability program, হিল হোল্ড অ্যাসিস্ট, চারখানা এয়ার ব্যাগ রয়েছে এই গাড়িতে। এই গাড়ির সামনের দিকে বড় একটি ক্রোম বার রয়েছে। বড় একটি ফ্রন্ট গ্রিল, এলইডি লাইট যা এই গাড়িটিকে আরো প্রিমিয়াম রূপ দিয়েছে।

এই গাড়িটির প্রতি বেশ ঝোঁক দেখিয়েছেন ভারতীয় ক্রেতারা। যদি কম দামের মধ্যে এই এসইউভি কিনতে চান তবে আর দেরি না করে আজই চলে যান শোরুমে।