সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নবাব আমলের উ’দ্ধা’র হলো কলকাতার মাটিতে, খোঁ’জ মি’ল’লো প্রাচীন ইতিহাসের

তথ্য ও ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা

সারা ভারত জুড়েই যত্রতত্র দাঁড়িয়ে রয়েছে হাজারো আদ্যিকালের প্রাসাদ, পৌরাণিক সব নিদর্শন। ঠিক সেরকমই অসংখ্য নিদর্শন রয়েছে আমাদের এই বাংলায়।পুরনো দিনের ছাপ এখনও ইতিউতি খুঁজলে অনেক মেলে তিলোত্তমা কলকাতার বুকেও। কলকাতার ইতিহাস আড়াই হাজার বছরেরও বেশি প্রাচীন। যুগে যুগে বহু মূল্যবান প্রাচীন পণ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে কলকাতার বিভিন্ন স্থান থেকে।

এবার তালিকায় যুক্ত হল একটি নতুন পালক। দমদম সেন্ট্রাল জেলের মোড়ের মাটির তলায় বেশ কিছু দিন থেকে উকি মারতে দেখা যায় একটি বস্তুকে। মাটি খুঁড়ে বের করার চেষ্টা করা হলে দেখা যায় বস্তুটি প্রকৃতপক্ষে একটি কামান। বুধবার বেলা প্রায় সাড়ে ১১টা নাগাদ শুরু হয় উদ্ধার কাজ।

তবে সন্ধ্যা নেমে যাওয়ায় পাঁচ ফুটের বেশি বের করা যায়নি কামানটি। রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায়ের মতে, মাটির নীচে আরও পাঁচ ফুট রয়েছে কামানটির। ঘটনাটি দেখতে এলাকায় ভিড় জমে যায়।

আরো খবর: ইন্ডাস্ট্রির “লিডিং হিরো” বলেই এত টা’কা পারিশ্রমিক পাই: বনি সেনগুপ্ত

আজ, বৃহস্পতিবার সকাল থেকেই আবার শুরু হয়েছে খোঁড়াখুঁড়ি। এলকাটিতে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। প্রাথমিকভাবে অনুমান কামানটি নবাব সিরাজদৌল্লার আমলের এবং ঢালাই লোহা দিয়ে তৈরি।

কামান বিশেষজ্ঞ অমিতাভ কারকুনের মতে নবাব সিরাজদৌল্লার আমলে ১০ ফুটের কামান কলকাতায় এখনও আবিষ্কৃত হয়নি।