সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার BSF-র বি’রু’দ্ধে গ্রামবাসীদের খু’নে’র অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী

এবার বিএসএফের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামবাসীদের খুন করে ওপারে ফেলে দিয়ে আসার অভিযোগ এনেছেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি গ্রামের ভিতরে ঢুকে মানুষ জনকে গুলি করে ওপারে ফেলে দিয়ে আসছে বিএসএফ। যদিও বিষয়টি নিয়ে বিএসএফের তরফ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন। বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন সেখানে। তাদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

আরো পড়ুন: কেন্দ্রের প্র’ক’ল্পে’র নাম ব’দ’ল করার কারণ সকলের সামনে তু’লে ধরলেন মুখ্যমন্ত্রী

কোচবিহারের পুলিশকর্তার সঙ্গে কথা বলার সময় বিএসএফ নিয়ে সতর্ক করে দেন তিনি। তিনি বলেন অনুমতি ছাড়া 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফকে যেন ঢুকতে দেওয়া না হয়।

বিএসএফ গ্রামের মধ্যে ঢুকে গ্রামের লোককে গুলি করে ওপারে ফেলে দিয়ে আসছে। এরকম অনেককে মুখ্যমন্ত্রীর কাছে এসেছে বলে তিনি সতর্ক করেছেন।

কোচবিহারে এরকম ঘটনা পরপর ঘটছে বলে তিনি দাবি করেন। এই সঙ্গে তিনি বলেন বিএসএফ যা অপারেশন করবে তা যেন স্টেট পুলিশকে জানিয়েই করে।

উল্লেখ্য গত বছরের কোচবিহার সিতাইয়ে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তরজা শুরু হয়। প্রশাসনিক বৈঠকে বিভিন্ন জেলার কর্তাদের এই বিষয়ে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।