সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অশনির ধা’ক্কা’য় বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে এক ফোনেই মি’ল’বে পরিষেবা, জানুন কন্ট্রোল রুমের নম্বর

অশনি সংকেতে চারদিক কালো ঘন অন্ধকারে ছেয়ে গেছে। ইতিমধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, বেশিরভাগ উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই খবরে একেবারে ঘুম ছুটেছে সিইএসইর। কারণ আমফানের স্মৃতি মানুষের মন থেকে এখনো মুছে যায়নি। তাই সাধারণ মানুষ এখন এই অশনি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করছে। ঠিক আগের বারের মত অবস্থা যাতে না হয় সেই কারণেই চলছে বিভিন্ন পদক্ষেপ নেওয়া।

বিশেষ করে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এই নিয়ে অনেকটাই মাথা ঘামাচ্ছে। ইতিমধ্যে কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বর চালু করলেন বিদ্যুৎ সংস্থা। এই হেলপ্লাইন এর মাধ্যমে পাওয়া যাবে হেল্প, বিশেষ করে ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তার ছিড়ে যাওয়া ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়া সমস্ত কিছুর জন্য অভিযোগ জানাতে পারবে এই হেলপ নম্বরে।

আরো পড়ুন: ফের কিছুটা স’স্তা হ’তে চলেছে ভোজ্য তেল, দা’ম ক’মে’ছে সয়াবিন ও সর্ষের তেলের!

হোয়াটসঅ্যাপ কিংবা ফোনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবে সাধারন মানুষ। এই নিয়ে WBSEDCL তরফ থেকে বলা হয়েছে, অশনি ঘূর্ণিঝড়ের কারণে যাতে কোনোভাবেই মানুষ অসুবিধার সম্মুখীন না হয়, তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে যাতে তাড়াতাড়ি সাহায্য করা সম্ভব হয়।

সেই কারণেই এই হেল্প নম্বর। ২৪ ঘন্টা থাকবে কন্ট্রোল রুম খোলা। যদি ঘূর্ণিঝড়ের কারণে কোনোভাবে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার মুখে পড়ে সাধারণ মানুষ, তাহলে 8900793503/ 8900793504 হেল্প নম্বরে ফোন করে সাহায্যের আবেদন জানাতে পারবে তারা। WBSEDCL তরফ থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে উপরের সমস্ত বিষয় পরিস্কার ভাবে উল্লেখ করা রয়েছে।