সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেসি ও তাঁর স্যুটকেসে কি আ’ছে? ফুটবলভক্তরা জেনে নিন

বিশ্বকাপের ফাইনালে ৩৬ বছরের খরা কাটিয়ে মেসির হাতে ওঠে বিশ্বকাপ। মেসি ভক্তরা এখনো আবেগে ভাসছেন তাদের নায়ককে নিয়ে। জেতার পরে মেসির নানান ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন বছরের সেলিব্রেশানে তার পরিবার এবং সতীর্থদের সঙ্গে রয়েছেন লিওনেল মেসি। কিন্তু যার কাছে রয়েছে প্রভাব প্রতিপত্তি খ্যাতি তার চোখে জল। কেন হঠাৎ চোখে জল আর্জেন্টিনার রাজপুত্রের! তবে শুধুমাত্র মেসি নয় তার স্ত্রী আন্তনেল্লাও কেঁদে ভাসিয়েছেন নিউ ইয়ারের রাতে।

এই কান্নার কারণ নাকি একটি সুটকেস? শুনলে অবাক মনে হলেও জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে এই শুটকেসে কি আছে! স্প্যানিশ লেখক হান্নান কাসিয়াড়ি মেসিকে নিয়ে একটি ছোট্ট গল্প লিখেছেন। সেই গল্পে বর্ণনা করা হয়েছে কিভাবে ছোট্ট মেসি বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছে তার ছোটবেলা থেকে বড় হওয়ার জার্নি তুলে ধরা হয়েছে এই ছোট গল্পের মধ্যে দিয়েই।

সেখানে মেসির জীবনের নানান আনাচে-কানাচে গল্প ধরা পড়েছে। স্পেনের হয়ে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়ে শুধুমাত্র নিজের দেশকে জেটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছে মেসি। অনেক তিরস্কার কটাক্ষ ভেসে এসেছে তার দিকে কিন্তু কোন কিছুকে না মেনে শুধুমাত্র লক্ষের দিকে এগিয়ে গিয়েছে ফুটবলের জাদুকর।

আরো খবর: ২০২৩ সালের উৎসবের ক্যালেন্ডার, দেখে নিন কোন তারিখে কি উৎসব

দেশে ফেরার জন্য মেসির সুটকেস সব সময় গোছানো থাকতো বলেই নিজের গল্পে লিখেছেন স্প্যানিশ এই লেখক। এই বই পড়ে কেঁদে ফেলেছেন মেসি এবং তার স্ত্রী। স্পেনের একটি রেডিও অনুষ্ঠানে তাদের আবেগ ঘন বার্তা পাঠিয়েছেন মেসি ও তার স্ত্রী। সেখানেই রেডিও অনুষ্ঠানের রেডিও জকি বর্ণনা করেছেন কিভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বিশ্ব জয়ী নায়ক এবং তার স্ত্রী।

গল্পটা শুনে আমরা দুজনে কাঁদতে শুরু করেছিলাম তোমাকে ধন্যবাদ জানাই আমাদের চোখে জল এসে গিয়েছে, আরো একবার ধন্যবাদ। ফরাসি লেখকের উদ্দেশ্যে এই কয়েকটি কথা প্রমাণ করে মাটির কতটা কাছাকাছি লিওনেল মেসি।