সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বৃহস্পতির থেকেও অন্তত ১.৪ গুণ ব’ড়ো গরম গ্রহের স’ন্ধা’ন পেলো ভারতীয় বিজ্ঞানীরা

আমাদের পৃথিবী থেকে প্রায় 725 আলোকবর্ষদূরে একটি এক্সোপ্লানেটোর সন্ধান পেলেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা। আমেদাবাদে ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির আবিষ্কৃত এই গ্রহটি আকারে বৃহস্পতির তুলনায় প্রায় 1.4 গুণ বড়। সূর্যের চেয়ে প্রায় 1.5 গুন বড় একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে এই গ্রহটি। গ্রহটি আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ থেকেও বড়। এটি তার নক্ষত্রকে অত্যন্ত কাছ থেকে প্রদক্ষিণ করে।

3.2 দিনেই এটি তার নক্ষত্রকে প্রদক্ষিণ করে ফেলে। আমাদের সূর্য এবং বুধের মধ্যে যে দূরত্ব রয়েছে, সেই দূরত্বের থেকে মাত্র এক দশমাংশ দূরত্বে থেকে এই গ্রহ তার নক্ষত্রকে প্রদক্ষিণ করে। যেহেতু এটি নক্ষত্রের থেকে এত কাছাকাছি অবস্থান করে তাই স্বভাবতই এর উষ্ণতা অনেক বেশি। এই গ্রহের ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রায় 2000 কেলভিনের কাছাকাছি।

গ্রহের ঘনত্ব অত্যন্ত কম এবং ব্যাসার্ধ বেশ স্ফীত। বৃহস্পতির থেকে আকারে বড় হলেও এটি বৃহস্পতির মাত্র 70 শতাংশ ভরের সমান। এটি যে নক্ষত্রের আশপাশে প্রদক্ষিণ করছে তাকে HD 82139 বা TOI 1789 বলা হয়। নক্ষত্রকে প্রদক্ষিণরত গ্রহটিকে TOI 1789b বা HD 82139b নাম দেওয়া হয়েছে।

মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা পত্রে একে উষ্ণ জুপিটার নাম দিয়েছেন। রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্রটি। PRL অ্যাডভান্সড রেডিয়াল-বেগ আবু-স্কাই সার্চ (PARAS) অপটিকাল ফাইবার-ফেড স্পেকট্রোগ্রাফ ব্যবহার করে পিআরএল-এর মাউন্ট আবু অবজারভেটরিতে ১.২ মিটার টেলিস্কোপের মাধ্যমে এই গ্রহের সন্ধান পাওয়া গিয়েছে।