সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০২৩ সালের উৎসবের ক্যালেন্ডার, দেখে নিন কোন তারিখে কি উৎসব

দোল পূর্ণিমা থেকেই বাঙালির উৎসবের তালিকা শুরু হয়ে যায়। তারপর বছরের শেষে বাসন্তী পূজার মাধ্যমে সাঙ্গ হয় উৎসবের পালা। শুরু হয়ে গেছে নতুন বছর। আর এই নতুন বছরে ক্যালেন্ডারে কোন কোন দিন কোন পূজো রয়েছে তা দেখে নিতে পারেন এক নজরে। জানুয়ারি মাসের প্রথম ব্রত বা একাদশী হলো ২ রা জানুয়ারি। এই একাদশী হলো পুত্রদা একাদশী। ৬ ই জানুয়ারি গণেশ সন্তুষ্টি চতুর্থী। ১০ জানুয়ারি লহরী উৎসব যদিও এটা পালন করেন পাঞ্জাবীরা।

১৪ জানুয়ারি মকর সংক্রান্তি হিন্দুদের ক্যালেন্ডারে অন্যতম বড় পার্বণ। ১৫ জানুয়ারি মৌনী অমাবস্যা এদিন দেবী কালীর পুজো করা হয়। ২১ জানুয়ারি গুপ্ত নবরাত্রি যা শেষ হবে পরদিন বাইশে জানুয়ারি। ফেব্রুয়ারি মাসে ৫ই ফেব্রুয়ারি গুরুদাস জয়ন্তী এবং পূর্ণিমা। ১৮ই মহা শিবরাত্রি ২০ ফেব্রুয়ারি সোমবতি অমাবস্যা। মার্চ মাসে ৭ তারিখ হোলি উৎসব।৮ ই মার্চ চৈত্র নবরাত্রি। ২২ মার্চ অন্নপূর্ণা পূজো এবং ২৯ শে মার্চ চৈত্র নবরাত্রি। ৩০ মার্চ রাম নবমী।

এপ্রিল মাসের ৪ তারিখ মহাবীর জয়ন্তী ৬ এপ্রিল হনুমান জয়ন্তী। ৭ ই এপ্রিল গুড ফ্রাইডে। ১৫ ই এপ্রিল পহেলা বৈশাখ। ২২ এপ্রিল ঈদুল ফিতর ও অক্ষয় তৃতীয়া। মে মাসের ৫ তারিখ বুদ্ধ পূর্ণিমা। অপরা ভদ্রকালী একাদশী ১৫ই মে। শনি জয়ন্তী ১৯ শে মে। ৩১ মে নির্জলা একাদশী। জুন মাসের ৩ তারিখ বট সাবিত্রী ব্রত।৪ জুন শুরু হবে গুপ্ত নবরাত্রি। ২৫ জুন হরিশায়নি একাদশী। ২৯ জুন বকরি ঈদ। জুলাই মাসের ৩ তারিখ গুরু পূর্ণিমা। ২৮ জুলাই মহরম। ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস। ২১ আগস্ট নাগ পঞ্চমী। ৩০ আগস্ট রাখি পূর্ণিমা।

আরো খবর: এই বিশেষ দিনগুলোতে মহিলাদের চুল ধো’য়া উ’চি’ত নয় একদম! কি বলছে শা’স্ত্র?

৬ ও ৭ সেপ্টেম্বর জন্মাষ্টমী ১৭ ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী ২৩ সেপ্টেম্বর রাধা অষ্টমী পিতৃপক্ষ শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর থেকে। অক্টোবর মাসের ১৪ তারিখ শুরু শারদীয়া নবরাত্রি। ১৫ অক্টোবর দুর্গাপূজোর শুরু। কুড়ি অক্টোবর বিজয়া দশমী ২৪ শে অক্টোবর কোজাগর লক্ষ্মীপুজো।

নভেম্বর মাসের ১ লা নভেম্বর ধনতেরাস করবা চৌথ, ১০ নভেম্বর হনুমান জয়ন্তী, ১১ নভেম্বর দীপাবলি ও কালীপুজো ১২ নভেম্বর ভাইফোঁটা ১৫ ই নভেম্বর ছট পুজো। ১৯ নভেম্বর গুরু নানকের জন্মদিন। একুশ ও বাইশে নভেম্বর জগদ্ধাত্রী পুজো। ডিসেম্বর মাসের বাইশ তারিখ গীতা জয়ন্তী। ২৫ ডিসেম্বর বড়দিন ,দত্তত্রেয় জয়ন্তী ২৬ শে ডিসেম্বর।