সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইন্ডাস্ট্রির “লিডিং হিরো” বলেই এত টা’কা পারিশ্রমিক পাই: বনি সেনগুপ্ত

বনি সেনগুপ্ত নিজেকে বাংলা ইন্ডাস্ট্রির লিডিং হিরো বলে দাবি করেছে, তাই তার পারিশ্রমিক এত। এই কথা শোনার পরেই স্যোশাল মিডিয়ায় হাসির রোল শুরু হয়েছে। এক কথায় যাকে বলে টড়ল, তাকে সবাই এখন ট্রোল করছে। অনেকেই দাবি করছে বনি সেনগুপ্ত যদি লিডিং হিরো হয়, তাহলে তার সিনেমা কেউ দেখতে যায় না কেন? তাহলে দেব, জিত , প্রসেনজিত এরা কারা?

আসলে বনিকে দ্বিতীয়বারের জন্য ইডি তলব করেছিল, সেই কুন্তলের টাকা দেওয়ার ব্যাপারে। ৪০ লক্ষ টাকা নিয়েছে বনি কুন্তলের কাছ থেকে, আর সেই টাকা দিয়েই নাকি তিনি গাড়ি কিনেছে। কিন্তু কুন্তল যে টাকা তাকে পাঠিয়েছে সেগুলো দুর্নীতির টাকা ইতিমধ্যেই সেটা প্রমাণ হয়েছে। তাহলে কি বনিও দুর্নীতির সাথে জড়িত? এই প্রশ্ন নিয়েই ইডি তাকে তলব করেছিল জিজ্ঞাসাবাদের জন্য।

গত মঙ্গলবার তাকে ইডি ডেকে পাঠায়, আর সেখানে তিনি তার পূর্বের জিজ্ঞাসাবাদের সাপেক্ষে নথি জমা করতে বলা হয়। সেখানেই নাকি বনি জানিয়েছে একটি ছবি করার জন্যই কুন্তল তাকে ৪০ লক্ষ টাকা পাঠিয়েছিল। এবার প্রশ্ন হল বনি সেনগুপ্ত যে ধরনের নায়ক সে কি একটি ছবি করার জন্য ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক নেয়?

আরো খবর: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস কলকাতা জু’ড়ে, কি আ’শ’ঙ্কা করছে হাওয়া অফিস?

এবার ইডির দপ্তর থেকে বেরিয়েই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। আর সেখানেই তিনি বলেন আমি ইন্ডস্ট্রির একজন লিডিং হিরো এতগুলো বছর পরিশ্রম করে আমি পারিশ্রমিক অর্জন করেছি। সেটার ওপরে কেউ কথা বলতে পারে না। এই ক্লিপ এখন স্যোশাল মিডিয়ায় দারুণ ভাইরাল।

কারণ নেটিজেনরা প্রশ্ন করছে এখনও পর্যন্ত বনির কয়টা ছবি হিট হয়েছে। বরবাদ ছবি দিয়েই তার কেরিয়ার শুরু ২০১৪ সালে।  তবে অভিনেতা মানুষের এইসব কথায় ট্রোলে একেবারেই দমে যায় নি। কারণ ইন্সটাগ্রামে সে একটি রিল পোস্ট করে, আর সেখানেই তিনি লেখেন সহজভাবে নাও।

কিন্তু নেটিজেনরা এই পোস্ট দেখে আরও বেশি খেপে যায়, যার ফলেই সেই রিলের কমেন্ট সেকশন নেতিবাচক কমেন্টে ভরিয়ে দেয়। একজন লেখে শিক্ষা দুর্নীতির টাকায় বিলাসিতা সবাই করতে পারে, একটু খেটে খাও ভাই।