সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্ত্রী থাকলেও অফিসের কোনো মহিলা কর্মীর প্রতি দু’র্ব’ল’তা? এভাবে নিজেকে সা’ম’লে নিন

মনন সর্বদা পরিবর্তনশীল। আমরা আজ যেমন আছি বা যেমন ভাবনা চিন্তা করছি ৫ বছর পরে সেভাবে হয়তো আর ভাববো না। আজকের চিন্তাভাবনা আর গত কয়েক বছর আগের চিন্তাভাবনা এক তো নেই। কিন্তু আমরা কেমন মানুষ আমাদের জীবনের এথিক্স কি এটা বোঝা খুবই দরকার। আমরা একটা বয়স অবধি আবেগে গা ভাসিয়ে দিতে পারি কিন্তু একটা টাইম পর আমাদের ভাবতে হয় আমাদের পরিবার ও আসে পাশের মানুষগুলোকে নিয়ে।

তাই নিজেকে বোঝা, সংযত করা, নিজেকে আয়নার সামনে সব সময় সন্মানের সাথে দেখতে পারেন তেমন ভাবমূর্তিই রাখা উচিত। আজকালকার দিনে একটি বিষয় খুব কমন হয়ে উঠেছে আর সেটা হলো পরকীয়া বা যার তার উপর যখন তখন মন এসে যাওয়া বা মন উঠে যাওয়া। আসলে এগুলো মূলত হয় কারো প্রতি attraction থেকে।

কাউকে প্রকৃত ভালোবাসলে এমন হওয়া সম্ভব নয়। তবুও আজকের আলোচ্য বিষয় হলো ধরুন আপনি কাউকে ভালোবেসেই বিয়ে করেছেন বা একটা সম্পর্কে আছেন কমিটেডলি তার সত্বেও হঠাৎ করেই অফিসের কাউকে আপনার খুব পছন্দ হয়ে গিয়েছে বা আপনি তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছেন, বা পরে গেছেন। এবং আপনি নিজেও বুঝতে পারছেন এটা ঠিক হচ্ছে না। কিন্তু আপনি এটা থেকে বেরোতে পারছেন না। কি করে নিজেকে বোঝাবেন বা সামলাবেন আসুন একটু দেখে নেওয়া যাক।

আরো পড়ুন: ওড়িশায় মহুয়া খে’য়ে ঘন্টার পর ঘন্টা ঘু’মা’লো হাতির পাল, দাঁ’ড়ি’য়ে দেখলো বন দপ্তর

১. নিজের মনের ওপর কন্ট্রোল আনতে হবে :- আপনি যে এমন কাজটা করছেন এটা কি ঠিক কাজ এটা সবার আগে ভাবুন। এতে আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে, আপনার সম্পর্কে সবার খারাপ ধারণা হতে পারে এগুলো ভাবুন। অনেক সময় এমন কাজে পরিবারও সঙ্গ ছেড়ে দেয়। আপনি কি এই একটা বিষয়ের জন্য এত সব কিছু ছেড়ে দিতে পারবেন? সব কিছু ভেবে দেখুন। আর বিশেষ করে এই সময় শুধু মন নয় মাথা দিয়েও বিচার করুন।

২. নিজের স্ত্রীর বা সঙ্গীর কথা ভাবুন :- সবার আগে ভাবুন আপনি নিজে তাকে আপনার জীবনে এনেছেন আর আপনি নিজেই আজ এই কাজ করছেন এতে আপনি কি তাঁকে ঠকাচ্ছেন না? আপনাকে যে চোখ বুজে বিশ্বাস করে তার সাথে এমন কাজ আপনি করছেন জানতে পারলে তার মনের উপর কেমন প্রভাব ফেলবে। আজ আপনার সাথে যদি আপনার স্ত্রী এমন করতো আপনি কিভাবে মেনে নিতেন এটি সবার আগে নিজেকে প্রশ্ন করুন।

৩. যাকে নতুন করে জড়াচ্ছেন তাকে নিয়েও ভাবুন :- আপনার অলরেডি সঙ্গী বা স্ত্রী আছে তার সত্বেও আপনার নতুন সঙ্গী হয়েছে আপনি তাঁকে জড়িয়েছেন। সেও আপনাকে বিশ্বাস করছে আমি কি দুই মানুষকেই ঠকাচ্ছেন না জিজ্ঞেস করুন নিজেকে। সেও আপনার থেকে সেটাই আশা করছে যা আপনার স্ত্রী করে তাহলে আপনি কি দুজনার সাথেই অন্যায় করছেন না?

৪. আপনি কেমন মানুষ :- আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনকে জিজ্ঞেস করুন আপনি কেমন মানুষ। আপনি কি আদৌ এরকম। আপনি তো কাউকে এর আগে ঠকান নি। তাহলে আজ একটা মেয়ের বা ছেলের সাথে এমন করছেন কেনো। এতে আপনি কি নিজের চোখে ছোটো হয়ে যাচ্ছেন না? নিজেকে বুঝুক সবার আগে।

৫. সমাজের কথাও ভাবুন :- আপনার সমাজে একটা নাম আছে। সকলে যারা আপনাকে চেনে একজন সজ্জন মানুষ হিসেবেই চেনে তারা যদি আপনার এমন গুণের কথা জানেন কি ভাববেন তারা। আপনার পিছনে আপনাকে নিয়ে খারাপ সমালোচনা করবে। আপনি কি এটা মেনে নিতে পারবেন?
সব দিক ভেবে দেখলে আপনি ঠিক আপনার ভালো আমি টাকে খুঁজে পাবেন আর এই সব মোহ থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন।