সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ওড়িশায় মহুয়া খে’য়ে ঘন্টার পর ঘন্টা ঘু’মা’লো হাতির পাল, দাঁ’ড়ি’য়ে দেখলো বন দপ্তর

মদের নেশায় একেবারে ঘুমিয়ে পরেছে হাতি। মহুয়া খেয়ে হাতির একেবারে কেলেঙ্কারি অবস্থা, কোথাও তো মুখ দেখানোর আর বাকি রাখল না সেই কারণেই লজ্জাতেই হয়ত তারা ঘুমিয়ে পরেছে বনের এক কোণে। আর এই খবর বন দফতরের কানে যেতেই ছুটল তারা তাদের ঘুম ভাঙ্গাতে। আসলে মহুয়া খেয়ে হাতির পাল ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে পরার কারণেই চিন্তার ছাপ চোখে পরেছে বন দফতরের কপালে।

তাই তারা একেবারে নাওয়া খাওয়া ভুলে ছুটল হাতির ঘুম ভাঙ্গাতে, অনেক কিছু করে তারা সেই কার্য সিদ্ধি করতে পেরেছে। ওড়িশার কেওনঝড় জেলার বাসিন্দাদের দাবি মহুয়া খেয়ে হাতির দল ঘুমিয়ে পরেছিল, পরে ক্যানাস্তেরা, ড্রাম বাজিয়ে হাতির ঘুম ভাঙ্গানো হয়। কেওনঝর এলাকায় কাজু জঙ্গলে ২৪ টি হাতির বিরাট একটি দল রয়েছে, আর তারাই নাকি মহুয়া খেয়ে এই কান্ড বাধায়।

গ্রামের বাসিন্দারা মহুয়া গেজানোর জন্য জলের মধ্যে মাটির পাত্র রেখেছিল, পরের দিন মঙ্গলবার তারা পরবর্তী প্রক্রিয়া সাড়তে জঙ্গলে যান কিন্তু সেখানে গিয়ে তারা দেখে বড় মাটির পাত্র গুলোতে মহুয়া নেই, কয়েকটি পাত্র ভাঙ্গা ও দূরে দেখা যাচ্ছে কয়েকটি হাতি ঘুমাচ্ছে। তাদের আর বুঝতে কোনো অসুবিধাই হয় না যে মহুয়া খেয়ে হাতি ঘুমিয়ে পরেছে।

আরো পড়ুন: এবার টয়ট্রেন চ’ল’বে রাতেও, নতুন কি’ছু’র খোঁ’জে দার্জিলিং

অনেক চেষ্টা করা হয় যাতে হাতি গুলোর ঘুম ভাঙ্গে কিন্তু কোনো লাভ হয় নি। ঘন্টাখানেক পরে বনদফতরকে খবর দেওয়া হয়, তারা ড্রাম, ক্যানেস্তারা বাজিয়ে হাতির ঘুম ভাঙ্গায়, শেষ পর্যন্ত সকাল ১০ টা নাগাদ হাতির দল বনের ভেতরে চলে যায়। অর্ধেকের বেশী মদ তারাই খেয়ে ফেলেছিল তাই তাদের ঘুম ভাঙ্গাতে বন কর্মীদের অনেক কষ্ট হয়।।