Home আন্তর্জাতিক এই মে’য়ে’টি টোকিও অলিম্পিকের সবথেকে সে’ক্সি ও আ’বে’দ’ন’ম’য়ী অ্যাথলিট, দেখে নিন ছ’বি

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই মে’য়ে’টি টোকিও অলিম্পিকের সবথেকে সে’ক্সি ও আ’বে’দ’ন’ম’য়ী অ্যাথলিট, দেখে নিন ছ’বি

ইতিমধ্যে টোকিও অলিম্পিক শুরু হয়ে গেছে এবং সারা বিশ্ব থেকে বহু ক্রীড়াবিদ এই দুর্দান্ত আয়োজনে অংশগ্রহণ করতে শুরু করেছেন। তবে এমনও কেউ কেউ আছেন যিনি শুধুমাত্র ক্রীড়াবিদ হিসেবে সকলের কাছে পরিচিত নয়, তার পরিচয় সকলের কাছে কিছুটা হলেও অন্য। এনাদের মধ্যে অন্যতম হলেন জার্মান ক্রীড়াবিদ অ্যালিশা স্মিথ।

টোকিও অলিম্পিকে শুধুমাত্র খেলাধুলার জন্য তিনি বিখ্যাত তা কিন্তু নয়, তিনি নিজের গ্ল্যামারাস স্টাইলের জন্য বিখ্যাত জগৎজুড়ে। অ্যালিশার বয়স ২২ বছর এবং ইতিমধ্যে তার ইনস্টাগ্রামে ১.৮ মিলিয়ন ফলোয়ার হয়েছে।

যদিও নিজেকে খুব একটা গুরুত্ব দেন না, তিনি খেলাধুলায় মগ্ন থাকতে চান সবসময়। ট্র্যাক এন্ড ফিল্ড অ্যাথেলিট আলিশা প্লেবয় ম্যাগাজিনের নগ্ন ফটোশুটে প্রত্যাখ্যানও করে দিয়েছেন ইতিমধ্যেই। অর্থ নয়, তিনি তার নিজের ভালোবাসার অর্থাৎ খেলাধুলার জন্য সকলের কাছে জনপ্রিয় হয়ে থাকতে চান।

একটি বেসরকারি সংবাদপত্র মতে, এই ক্রীড়াবিদ পশ্চিম জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন। ২০০৭ সালের ইউরোপীয় অ্যাথলেটিক অনূর্ধ্ব কুড়ি চ্যাম্পিয়নশিপে বড়োসড়ো বিরতি পেয়েছিলেন তিনি। নিজের পারফরম্যান্সের জন্য জার্মানিকে ৪*৪০০ মিটার রিলেতে রুপোর পদক পেতে সফল করেছিলেন।

তারও দুই বছর আগে তিনি অনূর্ধ্ব 23 দলের অংশগ্রহণকারী একজন ক্রীড়াবিদ ছিলেন এবং সেই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার অর্জন করেছিল জার্মানি। এরপর আলিশাকে অনেক নোটিশ দেওয়া হয়েছিল এবং বিখ্যাত সংস্থা পুমা, তাকে স্পনসর্শিপ চুক্তির প্রস্তাব দিয়েছিল।

২০১৭ সালে অস্ট্রেলিয়ার ম্যাগাজিন বুষ্টেড কভারেজ আলিশাকে বিশ্বের সবথেকে সেক্সি আদালত হিসেবে মনোনীত করেছিলেন। ক্রীড়াবিদ নিজেও এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তিনি জানেন না কেন এই শিরোপাটি তাকে দেওয়া হয়েছে। তিনি শুধুমাত্র নিজের খেলার দিকে ফোকাস করতে চান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি খুব একটা মনোযোগ দিতে চান না। অবসর সময় ছাড়া তিনি নিজের খেলা বাদ দিয়ে কোন ছবি পোস্ট করেন না। তিনি বর্তমানে জার্মান বডিবিল্ডার ফ্রেডি রিকটারের তার সাথে ডেটিং করছেন এবং মাঝে মাঝে তার সঙ্গে শেয়ার করেন। যদিও এই বিষয় নিয়েও তিনি সব সময় সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলেন।

বর্তমান অলিম্পিকে অংশগ্রহণ করতে পেরে এই ক্রীড়াবিদ ভীষণভাবে উচ্ছ্বাসিত। কিছুদিন আগে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, আমি টোকিও অলিম্পিকে যাচ্ছি। এটি যে সত্য, আমি বিশ্বাস করতে পারছি না।

ছোটবেলা থেকেই অলিম্পিকে যাওয়ার স্বপ্ন দেখেছিলাম আমি, যেটা অবশেষে সত্যি হতে চলেছে। আমি আমার জীবনের সেরা দেওয়ার চেষ্টা করব এখানে।

চিরকালই নিজের সেরাটা দিয়ে তিনি মানুষের মন জয় করে এসেছেন অ্যালিশা। এবারেও তার ব্যতিক্রম হয়নি। টোকিও অলিম্পিকে নিজের সবটুকু দিয়ে জার্মানিকে এগিয়ে দেবার চেষ্টা করে চলেছেন তিনি।