সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৬/১১ নিয়ে ক’ড়া জ’বা’ব দেওয়া উচিত ছিলো, তৎকালীন মনমোহন সরকারকে বা’র্তা কংগ্রেস নেতার

একজন কংগ্রেস নেতা হয়েও মনমোহন সিংয়ের সরকারের ওপর প্রশ্ন তুলছে ২৬/১১ ঘটনার পরিপ্রেক্ষিতে। কংগ্রেস নেতা মনীষ তিওয়ারী সম্প্রতি তিনি তার নিজের লেখা বইতে, ২৬/১১ নিয়ে বলেছেন, সরকার চাইলেই কড়া পদক্ষেপ গ্রহণ করতেই পারত সেই ২৬/১১ ঘটনার পরে পরেই। শুধুমাত্র কড়া নিন্দা করলেই তো আর হবে না। সঠিক উত্তরটাও দেওয়া জরুরি ছিল।
সম্প্রতি মনিষ তিওয়ারি তার টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানিয়েছেন, খুব শীঘ্রই আমার চতুর্থ বই বাজারে আসতে চলেছে, ১০ ফ্ল্যাশ পয়েন্ট ২০।

এই বই জাতীয় নিরাপত্তা নিয়ে লেখা যা কিনা ভারতে ঘটে যাওয়া দুই দশকের ঘটনা নিয়ে লেখা হয়েছে। তিনি আরও বলেন, আসলে কিছু কিছু সময় এমন আসে যা কিনা রাষ্ট্রের নিন্দার চেয়েও, কড়া অ্যাকশন নেওয়াটা বেশী গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।এমনই একটি ঘটনা ছিল ২৬/১১। সেই সময়ে সরকার কড়া অ্যাকশন না নিয়ে শুধু নিন্দাই করে গেছেন।

এদিকে বর্তমান কেন্দ্রীয় সরকারকে নিয়েও বলেন, ২০১৮ সালে মোদী সরকারের যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে, তাদের আর্থিক সমস্যার কারণে মাউন্টেন স্ট্রাইক কর্মসূচি যদি করে দেওয়া হয়। চীনের বিরুদ্ধে এই ধরনের কর্মসূচি যদি করে দেওয়া একটা বিশাল ভুল পদক্ষেপ। যদি তারা ভালো ট্রেনিং পেত, তাহলে সহজেই তাদের ভালো মতো ব্যবহার করা যেত। এই ধরনের বড় বড় পদক্ষেপ বন্ধ করে দেওয়া, যা কিনা দেশের জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করা।।