সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সুন্দরবনে ৭০টি বাঘ হ’ত্যা’কা’রী চোরাশিকরি হাবিব গ্রে’ফ’তা’র

গত ২০ বছরে সুন্দরবন এ কমপক্ষে ৭০টি বাঘ হত্যার অভিযোগ হাবিব তালুকদারের বিরুদ্ধে। অর্থাৎ ২০ বছরে ৭০টি বাঘ হত্যা করেছেন ইনি; একবারও নাগাল পায়নি পুলিশ। দীর্ঘ দু’দশকের চেষ্টার পর অবশেষে সাফল্য। গ্রেফতার বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড চোরা শিকারি হাবিব তালুকদার ওরফে ‘বাঘ হাবিব’। সম্প্রতি বাংলাদেশের বাগেরহাটের সোনাতলা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ধৃতকে আদালতে তোলা হলে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি গোপন সূত্রে বাঘ হাবিবের খবর পান তদন্তকারীরা।শুক্রবার গভীর রাতে সন্তর্পণে বাগেরহাটের শরণখোলা উপজেলাপ সোনাতলা গ্রামে হানা দেয় পুলিশ।বাড়ির কাছ থেকেই গ্রেফতার করা হয় তাকে।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদিন ‘বাঘ হাবিব’-এর গ্রেফতারির কথা স্বীকার করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে বণ্যপ্রাণী পাচার সহ একাধিক ধারায় মোট নয়টি মামলা রয়েছে। সে দেশের একটি।

তিনি জানান, ‘হাবিব ধূর্ত প্রকৃতির। গত এক বছরে আমরা তাকে ধরতে অন্তত চারবার বিভিন্ন এলাকায় অভিযান চালাই। কিন্তু, প্রতিবারই সে টের পেয়ে আগেই পালিয়ে যেত’।