সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়িছাড়া বিজেপি ক’র্মী ভাই ঘ’রে ফি’র’তে’ই চ’ড়া’ও তৃণমূল নে’তা দাদা, পরিণতি মৃ’ত্যু

একুশের বিধানসভা নির্বাচনের পর বাংলায় ভোট-পরবর্তী হিংসার অভিযোগ যে কতটা প্রাসঙ্গিক, আরও একবার তার প্রমাণ মিললো দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের কোস্টাল থানা এলাকার মাঝেরগ্রামে। তৃণমূল কর্মী দাদার হাতেই খুন হলেন বিজেপি কর্মী ভাই! পরিবারের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকেই সমরেশ মন্ডল নামের ওই বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিলেন। তবে সম্প্রতি বাবার অসুস্থতার খবর পেয়ে তিনি বাড়ি ফিরে আসেন।

তার এই সিদ্ধান্তই তার পক্ষে কাল হয়ে দাঁড়ালো। ভাই বাড়ি ফিরে আসার পরেই রাজ্য শাসকদলের কর্মী দাদা অনিমেষ এবং তার সঙ্গী-সাথীরা চড়াও হন সমরেশের উপর। লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় তাকে। লাঠি দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।

তবে সমরেশের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাকে দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমরেশ। সমরেশের মৃত্যুর ঘটনায় তার দাদা অনিমেষকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপি নেতা কর্মীরা। যদিও তৃণমূলের দাবি, নিতান্তই পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল আবার তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকেই কার্যত রাজ্যজুড়ে ভোট-পরবর্তী হিংসার ঘটনার খবর পাওয়া যাচ্ছে। রাজ্যে বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল সমর্থকদের ভয়ে ঘরছাড়া হয়েছেন। এখনো তাদের সকলকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এই নিয়ে মামলা উঠেছে আদালতে। মানবাধিকার কমিশন অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতে রাজ্য সরকারের বিরুদ্ধে সওয়াল করেছে। তার পরেও এই ঘটনা স্বভাবতই রাজ্যের আইন-শৃঙ্খলা প্রসঙ্গে প্রশ্ন তোলে।