সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাস্তার ভিখারিকে বী’মা করিয়ে হ’ত্যা, জ’ড়ি’ত খোদ পুলিশ! কিভাবে ঘট’লো এমন ঘ’ট’না?

২২ ডিসেম্বর ২০২১ সালে তেলেঙ্গানায় এক ভয়াবহ ঘটনা ঘটে। এক প্রতারক চক্রের বিরুদ্ধে এক অনাথ ভিখারীকে বিমা করিয়ে তাকে খু’ন করার অভিযোগ উঠেছে। বিমার টাকা হাতিয়ে নেওয়ার জন্যই এই খু’ন করা হয়েছে বলে অভিযোগ।

গত ডিসেম্বর মাসে এই ঘটনা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই চারজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে একজন কনস্টেবলও রয়েছেন। এই চক্রের মূল পান্ডা হল বোরা শ্রীকান্ত নামে এক ব্যক্তি। অপর তিনজনের মধ্যে একজন হল হেড কনস্টেবল মোতিলাল, অন্য দুজন সতীশ ও সামান্না।

পুলিশ সূত্রে খবর, বোরা দীর্ঘদিন ধরেই প্রতারণাচক্রের সঙ্গে যুক্ত। গত ডিসেম্বর মাসে সে এই ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ। প্রথমে ওই অনাথ ভিখারির নামে একটি বিমা করানো হয়। এরপর সেই বিমার টাকা হাতিয়ে নেওয়ার জন্য় তাকে খু’ন করা হয় বলে অভিযোগ।

আরো খবর: কো’নো তেল নয়, গরুর গোবর থেকেই এবার দৌ’ড়া’বে ট্র্যাক্টর! দা’বি সংস্থার

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রথমে ৫০ লাখ টাকার বিমা করানো হয়। এরপর বোরা হেডকনস্টেবল মোতিলাল, সতীশ আর সামান্নাকে খু’নে’র জন্য সুপারি দেয়।