সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামীকাল ২ ঘন্টা পরিষেবা বন্ধ থা’ক’বে স্টেট ব্যাংকের, হবে না কো’নো লেনদেন, জানুন সবিস্তারে

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। সংশ্লিষ্ট ব্যাংক সংস্থা আগামী বুধবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর বেশ কিছু পরিষেবা ২ ঘণ্টার জন্য বন্ধ রাখতে চলেছে। এই সময়কালের মধ্যে স্টেট ব্যাংকের গ্রাহকরা কোনরকম লেনদেন করতে পারবেন না বলে জানানো হয়েছে। স্টেট ব্যাংকে তরফ থেকে তাদের গ্রাহকদের জন্য একটি টুইট মারফত এই ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

স্টেট ব্যাংকে তরফ থেকে জানানো হয়েছে সিস্টেম মেইন্টেনেন্সের কারণে ১৫ই সেপ্টেম্বর ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা বন্ধ রাখা হবে ৷ এই পরিষেবার মধ্যে রয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিং Yono, Yono Lite ও UPI এর মত পরিষেবাগুলি। ওই টুইট বার্তায় জানানো হয়েছে, ১৫ই সেপ্টেম্বর রাত ১২ টা থেকে ২টো পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে।

এই সময়কালে গ্রাহকদের কোনরকম ট্রানজাকশন কিংবা অ্যাক্টিভিটি করতে নিষেধ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও গত ৪ঠা সেপ্টেম্বর মেইন্টেনেন্সের কাজের জন্য স্টেট ব্যাঙ্কের Yono পরিষেবার প্রায় ৩ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। এছাড়াও গত জুলাই ও অগাস্ট মাসেও সিস্টেম রক্ষনাবেক্ষণের স্টেট ব্যাঙ্কের পরিষেবা ব্যাহত হয়েছিল।

বর্তমানে প্রায় ৮ কোটিরও বেশি মানুষ এস বি আইয়ের অনলাইন পরিষেবা ব্যবহার করছেন। এস বি আই এর অনলাইনে লেনদেন সংক্রান্ত অ্যাপ্লিকেশন Yono-তে রেজিস্টার্ড গ্রাহকদের সংখ্যা ৩.৪৫ কোটি। এর মধ্যে ৯০ লক্ষ গ্রাহক প্রায় প্রতিদিন লগইন করে থাকেন। প্ল্যাটিনাম জমা যোজনাতেও যদি বিনিয়োগ করতে চান তাহলেও এখনই বিনিয়োগ করে ফেলুন।