সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লাদাখ সী’মা’ন্তে সামরিক ক্ষ’ম’তা বাড়ালো ভারতীয় সেনা, প্যাংগং লেকে দেশীয় প্র’যু’ক্তি’র ভেসেল মোতায়েন

লাদাখ সীমান্তে সামরিক ক্ষমতা বাড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী। বর্তমান পরিস্থিতিতে লাদাখে ভারতের শক্তি বিপক্ষের বিরুদ্ধে অনেক বেড়েছে। ভারতের হাতে রয়েছে অত্যাধুনিক সমরাস্ত্র।

আশার কথা ভারত এখন দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধের সরঞ্জাম ব্যবহারের দিকে ঝুঁকছে। এবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নতুন ভেসেল মোতায়েন করেছে ভারতীয় সেনা।

প্যাংগং লেক বরাবর ল্যান্ডিং ক্র্যাফট অ্যাসল্ট নামের একটি ভেসেল বসানো হয়েছে। ভারতীয় সেনার হাতে এফ ইনসাস নামের একটি ভেসেল তুলে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

আরো পড়ুন: এবার ২০১৬-২০২০ সালের মেধা তা’লি’কা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এটি ভারতীয় সেনার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে চলেছে। সেনাবাহিনী তরফ থেকে জানানো হয়েছে নতুন প্রযুক্তির ব্যবহারে এলসিএ ভেসেলের কার্য ক্ষমতা অনেকটাই বেড়েছে। লাদাখ সীমান্তে ভারতের শক্তি বাড়তে চলেছে।


চীনের আগ্রাসন মোকাবিলায় এটি অনেক কার্যকরী হতে চলেছে। সম্প্রতি বিশিষ্ট সংবাদ সংস্থা এএনআইয়ের তরফ থেকে ভারতীয় সেনাবাহিনীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হয়। সেখানে সেই বোটের ব্যবহার করতে দেখা যাচ্ছে সেনাবাহিনীকে। দেখুন সেই ভিডিও এই প্রতিবেদন থেকে।