সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ২০১৬-২০২০ সালের মেধা তা’লি’কা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

কলকাতা হাইকোর্টে‌ TET পরীক্ষার্থীদের বাড়তি নম্বর দেওয়ার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি বলে মামলা হয়েছিল । কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চেয়েছে, কারা ওই নম্বর পাওয়ার ক্ষেত্রে যোগ্য প্রার্থী ছিলেন ? এ ব্যাপারে পর্ষদের কাছে কাট অফ মার্কস, এছাড়া সংরক্ষণ তালিকা চেয়ে পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

মঙ্গলবার এই গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে হলফনামা আকারে ওই তথ্য চেয়েছেন‌। তথ্য জমা দেওয়ার জন্য পর্ষদ কে দুই সপ্তাহ সময় দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালত জানিয়েছে আগামী ৩১শে আগস্ট এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি হবে।

প্রসঙ্গত, TET পরীক্ষায় আসা ভুল প্রশ্নপত্রের জন্য ২০১৪ সালের TET পরীক্ষার্থীদের বাড়তি নম্বর দেওয়া হয়েছিল। তবে এই নম্বর ২০১৬ সালের নিয়োগের সময় দেওয়া হয়নি। ২০১৪ সালের TET  পরীক্ষায় দু’দফায় নিয়োগ হয়। ২০১৬ সালের পর আবার ২০২০ সালে।

আরো পড়ুন: রাজ্যে আরো বি’রা’ট অভিযানে নামছে ED! একই সঙ্গে হা’না দে’বে ১০ টি টিম

বাড়তি নম্বর দিয়ে ২০১৪ সালের TET পরীক্ষার্থীদের নিয়োগ করা হয় এই দ্বিতীয় দফাতে। অভিযোগ, এই দ্বিতীয় দফার নিয়োগেই অনিয়ম হয়েছে। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে বাড়তি নম্বর পেয়ে কাট অফ মার্কস পেয়েছেন অযোগ্য প্রার্থীরাও।

TET  পরীক্ষার্থীদের একাংশ এই নিয়েই মামলা করেছিলেন কলকাতা হাই কোর্টে। মঙ্গলবার তার শুনানিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় TET  পরীক্ষার্থীদের কাট অফ মার্কস এবং সংরক্ষণের তালিকা চেয়েছেন। ২০১৪ সালের TET  পরীক্ষার প্রশ্নপত্রে যে ভুল ছিল, তা প্রকাশ্যে আসে ২০১৮ সালে।